১)
প্রেম এবং খয়েরি গোলাপ সম্পর্কিত
কে আর আলোড়িত করেছে অন্তরাত্মা এতটা নিখুঁত কারুকাজে, জাগিয়েছে নির্ঘুম রাতের পর রাত, কাঁদিয়েছে হাসিয়েছেও আবার। হে ‘সূর্যমুখী টুপ টাপ সুখ-ছায়া’ জেনো তোমার মত উজ্জ্বল কুসুম ফোটেনি আর, সেসব স্মৃতি জেনো সর্বদা অনিঃশেষ! যদিও নিটোল চাঁদ কখনো তুমি আমার নও, আমার বুক জুড়ে তোমার প্রস্থান চিরকাল।
সম্ভব হলে চুপি চুপি এসো, একদিন পাহাড়তলায় যাবো, ভাসাবো রূপোলী জাহাজ আমাদের যুগল সাগরে!
২)
মানুষেরই থাকে!
মানুষেরই থাকে নিজস্ব নাম, বকুলতলা নিজস্ব, অন্তত অসামান্য কিছু স্মৃতি! মানুষই আবার ভুলে যায় সব, কেউ আবার হৃদপিণ্ডে গেঁথে রাখে নকশা, নির্মাণ করে স্মৃতি সরণি! কখনোবা আবার দশতলা ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে মানুষের বোধ, মানুষ টেরও পায়না! রানা প্লাজা ট্রাজেডিতে হয়েছিলো যা...
আমার অসম্পূর্ণ স্বপ্নের পাদদেশে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে একজন, অদৃশ্য দু’হাতে আমি কেবল চোখের জল মুছি তার!
৩)
আইরিন
বাকী ছিলো ঘৃণা...
এতটাই করে গেলে চুপিচুপি!