(লেখাটা না পড়লেও ছবি গুলো দেখুন, টাকোমা ওয়াশিংটনের পাশেই একটা শহর এবং সেই শহরের কিছু রাস্তাঘাটের দৃশ্য) উন্নত দেশ/শহর বলে দাবী করা দুনিয়ার নানান শহরের দৃশ্য দেখলে আমার মনে অনেক প্রশ্ন জাগে! এত কথা প্রকাশ্য বলাও যায় না (এমনিতেই আমাকে মনে হয় না মেরিকা কখনো ভিসা দিবে! হা হা হা)। তবে তুলনা করলে আমার বার বার মনে হয়, দারিদ্রতার মধ্যে থেকেও আমরা এখনো অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের অল্প কিছু কথা জানাবো টাকোমা শহর নিয়ে।
টাকোমা শহর মেরিকার গ্লাস শহর হিসাবে পরিচিত, কারখানা ও বন্দর হিসাবেও পরিচিত এই উপশহর (ধরেন আমাদের ঢাকার পাশে মানিকগঞ্জ শহর, কল্পনার জন্য বললাম)। জনসংখ্যা দুই লক্ষ ত্রিশ হাজারের মত, এর প্রায় ৪৫% মানুষ ড্রাগ এডিক্টেড এবং মারিজুয়ানাতেই ৪২ শতাংশ আসক্ত। এরা এখন তেমন কাজ করতে পারে না, বলা চলে রাস্তা ঘাটেই পড়ে থাকে, যাদের আমরা হোম্লেস বলে থাকি! ফুটপাতেই এরা কোনভাবে মৃত্যুর অপেক্ষায় পড়ে আছে বলা চলে! এই শহরের মেয়র মিসেস ভিক্টোরিয়া, তিনি প্রায় ৮ বছরের মত এই শহরের মেয়র হয়ে আছেন (আমার মনে হয় না উনার কোন ভিশন আছে, আমাদের মি তাপসের মত আর কি)!
প্রশ্ন হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে বোমা বানিয়ে ফি/স্থিনি মানুষদের মেরে ফেলা হচ্ছে, তাদের নিশ্চিহ্ন করার যত প্রয়াস সবই আমরা দেখছি, কিন্তু এরা কি নিজেদের লোক নিয়ে একটুও ভাবছে না! ফিলি ১টা লোকের বিনিময়ে তাদের যে ৫টা লোক নেশা করে না খেয়ে রাস্তায় মৃত্যুর অপেক্ষা করছে এবং মরবেই, তা কি তাদের প্রশাসনের চোখে পড়ে না! ফিলি কয়টা লোক এযাবৎ বোমায় গুলিতে বিল্ডিং চাপা পড়ে মারা পড়ছে, তার চেয়ে হাজার গুণ বেশী মানুষ সারা দেশে এভাবেই আছে। মুসলিম হিসাবে আমার বার বার মনে হয়, এটাও হয়ত উপরওয়ালার বিশেষ বিচার!
এই বিষয়ে পিএইডি থিসিস লেখা যায়, এযাবৎ আমি যত ভিডিও দেখেছি তার অভিজ্ঞতা দিয়েই। আমাদের দেশের ধনী শু/য়/র গুলো টাকা পাচার করে এই সব দেশেই যাচ্ছে, কিন্তু নির্মমতা হচ্ছে, এদের ২ জেনারেশন পরেই এরা নিশ্চিত নির্বংশ হবেই, ৫ জেনারেশন পার হতে হবে না!
ঈষৎ পরিবর্তিত।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯