তোমার বাঘ আর হরিণগুলি কই যাবে, সুন্দরবন
কী হবে সুন্দরী আর গরাণ গাছগুলির?
জানি, বিবর্ণ হয়ে যাবে ফুল আর নদীগুলি সব!
মহান এক বন্ধু দেশের ঋণ সহায়তায়
প্রতিবছর ক্রমান্বয়ে
তোমার বাতাসের সাথে ছড়িয়ে যাবে
সাড়ে সাত লাখ টন ফ্লাই অ্যাশ
আর আড়াই লাখ টন বটম অ্যাশ
তোমার পাখি আর বানর গুলোর কি হবে, সুন্দরবন!
এখানে কয়লাগুলি জ্বলতে থাকবে ননস্টপভাবে
আর কালো ধোঁয়ার সাথে ছড়িয়ে যাবে
বায়ান্ন হাজার টন সালফার ডাই অক্সাইড প্রতিবছর
আর একত্রিশ হাজার টন নাইট্রোজেন বিষ; এবং
নদীগুলো ভরে উঠতে থাকবে তেল, গ্রীজ আর বর্জ্যে
তোমার বাঘ আর হরিণগুলি কই যাবে সুন্দরবন
স্বকীয়তা হারিয়ে বদলে গেলে তোমার ইকোসিস্টেম?
যদি বিবর্ণ হয়ে যায় সুন্দরী আর গরাণ গাছগুলি?
কী অতুলনীয় ইকোসিস্টেম
আর পরিবেশ শোধনের প্রাকৃতিক ব্যবস্থা তোমার
সব বিনষ্ট হয়ে যাবে, সুন্দরবন
দুর্যোগের বিরুদ্ধে প্রাকৃতিক রক্ষা বর্ম হয়ে
আর লাখ লাখ মানুষকে সুরক্ষা দিতে যেভাবে