১)
যেখানেই পা ফেলো
যতক্ষণ আমি তোমার সামনে বসি
আমি জানি, কতটুকু সময় প্রয়োজন
আমি জানি, ধীরে ধীরে তুমি
মনোবিদ্যায় পারদর্শী হয়ে উঠছো
আর শিখে নিচ্ছো পূর্ণপ্রেমের অবতরণ
আমি জানি, এইসব বেপরোয়া দিনে
তুমি ফুটে উঠবে চন্দ্রমল্লিকার মত
আর আকাঙ্ক্ষার অলিগলিতে দীর্ঘ পরিভ্রমণে
রূপান্তরিত হবে ঈভ থেকে রমনীতে!
৫ অক্টোবর ২০১৭
দুপুর, বরগুনা।
২)
প্রতিধ্বনি
পুরোটা দিন লোকটি ঘুরে বেড়ালেন__
বিস্তৃত বালিয়াড়ি, নারকেল বাগান
সমুদ্রমুখী পাহাড়ের শহরে
আর যতটা সম্ভব পর্যবেক্ষণ করলেন
পাখি, সাগর আর গাছগাছালির
সৌন্দর্য, গতিপ্রকৃতি, উড়ে চলা
আর সমস্তদিন বিড়বিড় করলেন এই
সম্পূর্ণ ভ্রমণ লিপিবদ্ধ হয়ে গেলে
পাণ্ডুলিপি খুলে প্রকাশক দেখলেনঃ
মাঝবয়সী এক উদভ্রান্ত লোক
বিড়বিড় স্বরে পাখির কুহুতান আওড়াচ্ছে
যার প্রতিধ্বনি ফিরে আসছে কানে!
৩)
গভীর রাতে...
আমার বাবা, কয়েক বছর ধরে দূরদেশে থাকেন। বনেদী পরিবারে সম্ভ্রান্ত মহিলাকে বিয়ে করেছেন। যিনি যোগাযোগ করতে দেন না মা আর আমার সাথে। লোক মারফত জেনেছি তিনি কাঁটাতারে প্রাচীর পছন্দ করেন আর একজন বিশ্বস্ত গোয়েন্দা আছে তার। আমি পেটে থাকতে, শুনেছি মা চলে এসেছিলেন; নিষ্ঠুরতম লোক ছিলেন বাবা, খবর নেন নি কখনো!
প্রতিরাতে আমি বাবাকে স্বপ্নে দেখি, দেখতে কেমন, কীভাবে হাঁটেন, কথা বলেন! অথচ মা'র কান্নার সুর শুনলে, বাবাকে আজরাইল ছাড়া কিছু মনে হয় না।