একটা বিষয় নিয়ে খুব অবাক হচ্ছি, কাপুরুষ ভারত বাংলাদেশ নীতিতে যে সব প্রোপাগান্ডা করেছিল, তার সবগুলোতেই মার খেয়েছে । এমকি এই সাক্ষাৎকারটি [ https://www.youtube.com/watch?v=AgX6RipcYLM ] প্রমাণ করেছে যে, ভারত এখনো যা করে চলেছে, তাতে তারা আন্তর্জাতিকভাবে অপরাধী সাব্যস্ত হওয়ার মত অবস্থায় উপনীত হয়েছে । তারপরও এই দেশের কিছু তথাকথিত বুদ্ধির ফেরিওয়ালা আর ৮০ এর দশকের ব্যর্থ বৃদ্ধ পলিটিশিয়ানরা ( যারা ক্ষমতায় বসার প্রত্যাশি হয়ে ইতমধ্যে তাদের অযোগ্যতার পরিচয় দিয়ে ফেলেছেন ) আর শেখ হাসিনার পা চেটে জেনারেল হওয়া, ভারতের গোলামী করার জন্য নাকে খত দেয়া কয়েকজন জেনারেল কি করে তাদেরকেই তাদের পীর মেনে ছবক মারার ধৃষ্টতা দেখাচ্ছেন ২০২৪ এর বিপ্লব বিজয়ী জনগনকে ?
স্বাধীনচেতা বিজয়ী জনতার আকাংখা বাস্তবায়ন করতে না দিয়ে যে কোন উপায়েই হোক, নব্যরূপে সাবেক ফ্যাসিবাদী ব্যবস্থা বহাল রাখার জন্য সব গাদ্দার আর ক্রিমিমালদেরকে বাঁচিয়ে রেখে “ফুল স্টপ” করে দিতে চাচ্ছেন ? এতদূর সাহস পেলেন কোথায় ? আপনাদের “ পীর” ভারতের এখন পরনে কাপড় নেই, তার ধুতি খুলে গেছে । সেই হুস আছে আপনার ? কিসের ভয় দেখাচ্ছেন হে ??
ছাত্র-জনতা সজাগ থাকুন । ভারত আর তার নিয়োজিত এই দেশীয় গাদ্দারগুলোর সকল কার্ড বরাবরের মতই ওভার ট্রাম্প করে দিতে প্রস্তত থাকতে হবে অতন্দ্র প্রহরীর মত । মোনাফেকী বর্জন করে ঐক্যবদ্ধ থাকুন । তাহলে পৃথিবীর কোন শক্তি নেই, আবার নতুন করে খেলবে ।
তবে সাবধান ! মোনাফেকী না ছাড়লে সূর্য আবারও ডুববে কিন্তু !!!
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৪২