হারিয়ে যেতে চাই,
প্রস্তরাড়ষ্ঠ ধূলিময় পৃথিবীর ওপারে ।
হীরককঠিন রুপ মনুষ্যপৃথিবীর মায়াজাল ভেদ করে ।
ইট,কাঠ বলিষ্ঠ অন্তরের অন্তঃস্থল থেকে,
যারা আজো ক্ষণিকের জন্য উগরে দেয় কোমলতা !
আবার হঠাৎ কখনো সে ভয়াল রুপ ।
তবু হারাতে চাইনা ।
হারানোর শুন্যতা হয়তো সে ছোট্ট বিছানাটির উপলব্ধি মাত্র ।
তবু ইটকাঠ গুলার অবয়ব কভু পরিবর্তিত হবেনা ।
তীব্র ক্ষোভ, রক্তাক্ত অন্তর নিয়ে আজো তাই বেঁচে থাকা ।
আজো এ ক্লান্ত রাহীর অজানার পথে হেঁটে চলা ।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১১ রাত ২:২০