মিউজিক নিয়ে আমার শখ অনেকদিনের। সেই সূত্রে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট নিয়েও। বাজাতে পারি না বটে, কিন্তু এসব নিয়ে আমার আগ্রহের কমতি নেই, বিশেষ করে গিটারের প্রতি। কোন এক বিখ্যাত মিউজিশিয়ান বলেছিলেন, পৃথিবীতে এমন কোন সুর নেই যা গিটারের স্ট্রিং দিয়ে ফুটিয়ে তোলা যায় না!
গিটারের এ উত্থানটা কিন্তু হঠাৎ করে হয়নি, সত্তরের দশক থেকে ধীরে ধীরে অনেক মানুষের চেষ্টায়ই গিটার মিউজিক জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানটি দখল করে নিয়েছে। বিশ্বসেরা কয়েকজন গিটার হিরোকে নিয়ে আমার এ পোস্ট, সাথে তাঁদের আমার পছন্দের কোন চমৎকার পারফরম্যান্সের ভিডিও। আপনাদের প্রিয় পারফরম্যান্সের ভিডিও লিঙ্কও দিয়ে যান।
আমার সবচেয়ে পছন্দের গিটারিস্ট হচ্ছে স্টিভ ভাই । ইন্সট্রুমেন্টাল রকে তাঁর সমতুল্য কোন গিটারিস্ট পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। হেভি মেটাল এবং হার্ড রকের সাথে মেলোডির নিপূণ মিশ্রণ তাঁকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। ডাবল নেক ও ট্রিপল নেক গিটারে তাঁর পারদর্শীতা অসাধারণ। এছাড়া গিটারের স্ট্রিং-এর মাধ্যমে মানুষের কণ্ঠের মতো সুর ফুটিয়ে তোলা তাঁর অনন্য এক ক্ষমতা।
স্টিভ ভাই
বিলি শিহান এর সহযোগিতায় তাঁর মনোমুগ্ধকর একটি পারফর্ম্যান্সের ভিডিও দিলাম।
আরেকটা-
পৃথিবীর সর্বকালের সেরা গিটারিস্টের কথা বললে বেশিরভাগই জিমি হেন্ড্রিক্স এর নাম বলবেন। অসাধারণ প্রতিভাবান এই শিল্পীর মাত্র ২৭ বছর বয়সেই অকালমৃত্যু ঘটে। তাঁর ক্ষুদ্র, বর্ণিল জীবনেই তিনি মিউজিক জগতে যে নতুন দিনের সূচনা করেছিলেন, তার রেশ আজও চলছে। হার্ড রক, ব্লুজ রক, মেলোডি রক ইত্যাদি ক্ষেত্রে তাঁর কম্পোজিশনগুলো এখনো তুলনাহীন। অ্যাক্রোবেটিকালি গিটার প্লেয়িং তাঁর অন্যতম একটি বৈশিষ্ট্য। তাঁর অনেক কনসার্টেই দেখা যায় বাজানোর শেষে তিনি তাঁর গিটারটিকে পুড়িয়ে ফেলছেন, কিংবা ভেঙে ফেলছেন।
জিমি হেন্ড্রিক্স
ইন্সট্রুমেন্টাল রকের আরেক কিংবদন্তী জো স্যাট্রিয়ানি । তাঁরই ছাত্র পৃথিবীর অন্যতম সেরা গিটারিস্ট স্টিভ ভাই। স্টিভ ভাই ছাড়াও পল জিলবার্ট, জন পেত্রুচিদের সাথে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। অত্যন্ত দ্রুতলয়ে স্ট্রোকিং, অল্টারনেট স্ট্রোকিং, টু-হ্যান্ডেড ট্যাপিং, সুইপ পিকিং, লিগাটো ইত্যাদি কাজে তাঁর সমদক্ষ কেউ বর্তমানে নেই বললেই চলে। আমি তার ভয়াবহ ফ্যান।
জো স্যাট্রিয়ানী
"গিটারওয়ান" ম্যাগাজিনের মতে পৃথিবীর চতুর্থ সেরা গিটারিস্টের নাম পল জিলবার্ট । ২০০৭ সালের বিখ্যাত জি৩ ট্যুরে জো স্যাট্রিয়ানি ও জন পেত্রুচির সাথে তিনিও ছিলেন। রেসার এক্স এবং মি.বিগ নামক জনপ্রিয় ব্যাণ্ডদুটির সাফল্যের কারণ তিনিই বলা যায়। বিশ্বখ্যাত সাউন্ড ইঞ্জিয়ারিং কোম্পানী 'বোস-এর অ্যাম্বাসাডর হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্বপালন করেছেন।
পল জিলবার্ট
ইংভাই মামস্টিন হচ্ছেন সুইডিশ মিউজিশিয়ান, যিনি আধুনিক হেভি মেটাল মিউজিকে স্টিভ ভাইয়ের পাশাপাশি অনন্য অবদান রেখেছেন। শ্রেড গিটারে তিনি সন্দাহতীতভাবে শ্রেষ্ঠ। যদিও মেলোডির ক্ষেত্রে তিনি তেমন ভূমিকা রাখতে পারেননি, স্পীড মেটাল এবং নিও-ক্লাসিক্যাল মেটাল দিয়ে তা পূর্ণ করেছেন।
ইংভাই মামস্টিন
প্রোগ্রেসিভ মেটাল এবং ইন্সট্রুমেন্টাল রকের আরেক অগ্রদূত জন পেত্রুচি -র সেরা কীর্তি তাঁর বিশ্বখ্যাত ব্যাণ্ড 'ড্রিম থিয়েটার '। জন ম্যাকাইভার তাঁকে জিমি হেন্ড্রিক্সের পর পৃথিবীর সেরা গিটারিস্ট বলে উল্লেখ করেছেন। মেটালিকা ব্যাণ্ডের প্রতিষ্ঠার পেছনে তাঁর ভালরকম অবদান রয়েছে।
জন পেত্রুচি
আরেকজন অত্যন্ত প্রতিভাবান গিটারিস্টের কথা এখানে না বললেই নয়। তিনি হলেন আমাদের আইয়ুব বাচ্চু । যদিও তিনি নিজেকে গিটারিস্টের চেয়ে মিউজিশিয়ান হিসেবে পরিচয় দিতেই বেশি ভালবাসেন, এশিয়ার সেরা গিটারিস্টদের নাম বললে তাঁ রনাম অবশ্যই আসবে বলে আমার মনে হয়। হাওয়াই, স্প্যানিশ, মেক্সিকান, ক্ল্যাসিক, রাশান ইত্যাদি গিটারে তাঁর দক্ষতা প্রশংসনীয়। বাংলাদেশের রক মিউজিকের জনক বলা হয় তাঁকে। লাইভ পারফর্ম্যান্সে তিনি অনেক বিশ্বখ্যাত গিটারিস্টের চেয়ে কম যান না। জো স্যাট্রিয়ানী এবং জিমি হেন্ড্রিক্স তাঁর আদর্শ। ঢাকার মগবাজারে 'AB Kitchen' নামে তাঁর নিজস্ব একটি মিউজিক স্টুডিও রয়েছে। আর আমাদের দেশে রক মিউজিকের শুরু যে সম্পূর্ণ তাঁর হাত ধরে, এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
আইয়ুব বাচ্চু
এছাড়াও বর্তমানের আরো কয়েকজন সেরা গিটারিস্টের নাম বললে এরিক জনসন, রবার্ট ফ্লিপ, বিলি শিহান, জিমি পেজ, রমানাথ প্রসন্ন, কির্ক হ্যামেটের নাম উল্লেখ করা যায়। আর এদের পাশাপাশি যখন মাঝে মাঝে আইয়ূব বাচ্চুর নাম বলা হয়, সত্যি বুকটা গর্বে ফুলে ওঠে!
আর এই হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে দামী Bass Guitar, নাম The Ritter Royal Flora Aurum
আমি কিন্তু মোটের ওপর মিউজিকের মানুষ না, তাই ভুল-ভাল মাফ করবেন!
-------------------------------------------------------------------------
আমার বন্ধু, দারুণ লেখে, কিন্তু সামু কোন অপরাধে পাঠকদের তার লেখা থেকে বঞ্চির করছে! অথরিটির কাছাকাছি কেউ থাকলে দেখবেন প্লিজ।