যা বলতে চাই তা বলা হয় না তাই কিছু বলার নেই।
যা শুনতে চাই তা শুনা হয় না তাই কিছু শুনার নেই।
যা দেখতে চাই তা দেখা হয় না তাই কিছু দেখার নেই।
যা করতে চাই তা করা হয় না তাই কিছু করার নেই।
যা লিখতে চাই তা লেখা হয় না তাই কিছুই লেখার নেই।
যা গাইতে চাই টা গাওয়া হয় না তাই কিছুই গাওয়ার নেই।
আসলে আমি কি চাই সেটাও আমার জানা নেই আর এই না জানার কারনেই কি লিখলাম তাও জানিনা। মাঝে মাঝে চিন্তা করি আমার এই নেই নেই মার্কা লেখা দিয়ে একটা লিরিক্স লিখবো। পরিচিত কাউকে দিয়ে সুর করাব কাউকে বল্লে হয়তো গানটা গেয়ে ও দিবে এখন গায়কের কোন অভাব নাই।

অনেক দিন কোন পোষ্ট দেই না ইচ্ছা করে কিছু লিখি কিন্তু কি লিখবো তাই তো খুজে পাই না তাই ধরে নেই আমার কিছু লেখার নেই।
কষ্ট করে ব্লগটা পড়ার জন্য ধন্যবাদ। আপনার টাইম নষ্ট করার জন্য আন্তরিক ভবে দুঃখিত।