
আসুনে জেনে নি, Spypig কিভাবে কাজ করে-
Step 1. প্রথমে এখানে ক্লিক করুন এবং আপনার মেইল এড্রেস দিন, যে মেইলে আপনি নটিফিকেশনটা পেতে চান।

Step 2. আপনার পাঠানো মেসেজটির প্রাপপকের নাম বা মেসেজটির শিরোনাম লিখুন যার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে এই মেসেজটির নটিফিকেশন আমি জানতে চেয়েছিলাম।
Step 3.উপরের যেকোন একটা Spypig tracking images সিলেক্ট করুন।

Step 4. আপনি কতবার নটিফিকেশন মেসেজ পেতে চান তা নির্দিষ্ট করুন।

Step 5. উপরের বাটনটিতে ক্লিক করে SpyPig tracking image টি চালু করুন।
Step 6. Right-mouse ক্লিক করে SpyPig imageটা কপি করুন এবং আপনার পাঠানো মেইলের মেসেজ বডিটে যে কোন জায়গা পেস্ট করুন।
Step 7. ব্যস, আপনার কাজ শেষ। এখন প্রাপক মেইলটি খোলা মাত্রই আপনার ই-মেইল বক্সে একটা নটিফিকেশন চলে আসবে।
বিদ্র: অনেক সময় spam ফোল্ডারে মেসেজটা থাকে। তাই কাংখিত সময়ে নটিফিকেশনটা না পেলে spam ফোল্ডারটি চেক করে দেখুন।