"ডি লা গ্রান্ডি মেফিস্টোফিলিস!
ইয়াক ইয়াক!"
'টেনিদা' সিরিজের বিখ্যাত এই ডায়ালগ আশা করি সবারই মনে আছে।
আসুন, এবার আমরাও নিজেদের ক্রিয়েটিভিটির প্রমাণ দেই!
দেখি কে কত ইন্টারেস্টিং অর্থহীন ডায়ালগ বানাতে পারে!
আমি একটা বানালাম।
"চিরা মাকারা উল্টা-পুল্টা কিরি কিরিক্কা!"
ফেসবুকে ঘণ্টাখানেক আগে আমার পেইজে এই স্ট্যাটাসটা দেয়ার পর দারুণ রেসপন্স পাই, আর কিছু বেশ ইন্টারেস্টিং অর্থহীন ডায়ালগও পেয়ে যাই।
তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটাঃ
● ইয়াগিস্টাকা খুড্ডান উদাম্পশ বাঙক্স!
● ইয়া আলি ভুজুম্বুরা!
● লুয়া লুয়া পারিপ্পে লালা!
● ফান্টাফিলিস কিবুন্টাস!
● চিবান্দামা গিলুস্কু হাউলাইত্তা ফালাফালা!
● এরিয়াক্কা বাতাইল্লা মোংশোক!
● আন্তানা তুকিতুকি, লেবুয়ানা বুকিবুকি!
● ইস্টিং বিস্টিং ব্লাবাস্টিকা ভুম ভুমিষ্টা!
● শিঞ্জাপ্পা কেকো শাম্পাপুরি!
এবার দেখি ব্লগের মানুষের ক্রিয়েটিভিটি কেমন!
জাঝাকাল্লাহু খায়রান/জাঝা এইগুলা তো বহুকাল ব্যবহার হইল! এইবার আসেন নতুন কোন কাবজাব ডায়ালগ বানাই!

টার্মসঃ
● ডায়ালগ অর্থহীন হইলেও উচ্চারণযোগ্য হইতে হবে।
পুনশ্চঃ
কেউ যদি পোস্টের বা কমেন্টের অর্থহীন কাবজাব ডায়ালগ গুলার সাথে আরও এক-দুই লাইন বাক্য বা শব্দ যোগ করে অর্থবোধক কোন কিছু দাঁড় করাতে পারেন তাহলে তার ক্রিয়েটিভিটির লেভেল দ্বিগুণ বলিয়া ধরিয়া লওয়া হইবে!

সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৮