আমাকে নিয়ে তোমায় তুমুল ভাবাবো
ভাবাবো বলেই,টেনে হিঁচড়ে নামিয়ে এনেছিলাম
অনিচ্ছার একটি রাত
তবুও আয়োজনে কোন ঘাটতি ছিলো না আমার
সবে নব উদ্দ্যমে জ্বলে উঠা দু’টো প্রদীপ শিখা
বদ্ধ ঘরে দম আঁকড়ে কি জ্বলছিলো?
ছড়িয়ে দিয়েছিলাম কবিতার পান্ডুলিপি
শুনিয়েছিলাম প্রতিটি শব্দে,পঙ্কতিতে হৃদয় বদলের দাবি।
অযন্তে আর অবহেলায় পরে থাকা
সুখ গুলোও দিয়েছিলাম চরনে তোমার,
সস্তায়,কষ্টের স্রোতের বিপরীতে।
তবুও কি এলাম?
এলাম কি আমি?তোমার বুজে যাওয়া নয়ন গভীরে।
যেমনটি বয়সের ভারে নুয়ে পড়া মানুষ
হারিয়ে ফেলে যৌবন,
তেমনি করেই হারাচ্ছিল উজ্জলতা
ক্ষনে ক্ষনে সময়াপাতে।
কবিতার পান্ডুলিপির উচ্চারিত শব্দগুচ্ছ
তোমার হৃদয়ের কড়া নেড়ে নেড়ে,ক্লান্ত হয়ে
ফিরে বাজে আমারি কানে।
আবারো বেড়ে যায় কষ্টের পায়চারি
সুখেরা হয় হাওয়া!!
তবুও আমায় নিয়ে হয়না তোমার,একটুখানি ভাবা।
ছবি:ইন্টারনেট।