সম্প্রতি রেটারি এবং রেটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ এর উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। এই উপলক্ষ্যে দিবসটির প্রতিপাদ্য “কিশোরি অবস্থায় গর্ভধারণ নিবারণ” কে সামনে রেখে গত ১২ জুলাই ২০১৩ সকাল ১০ টায় চট্টগ্রামের নেভাল এভিনিউস্থ রেটারি স্কুলে স্থানীয় কিশোরী এবং মা দের নিয়ে একটা জনসচেতনতামুলক অনুষ্ঠানের আয়েজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী আফরোজা বেগম অল্প বয়সে মাতৃত্বের বিভিন্ন ক্ষতিকর দিক এবং এর থেকে পরিত্রানের উপায় সম্পর্কে বিস্তারিত আলেচনা করেন। এছাড়া আলোচনা অনুষ্ঠানে রেটারি ক্লাব অব ইসলামাবাদ এর বর্তমান সভাপতি রেটারিয়ান খোরশেদুল আলম, রোটারিয়ান প্রফেসর ডা: আবদুল ওয়াহিদ আল মামুন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রেটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ এর বর্তমান সভাপতি রেটার্যাক্টর মাহমুদুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিপি ওয়াহিদুল আমিন, নারগিস আক্তার, শামিম হাসান, ওমর ফারুক চৌধুরী মহসিন, শাফায়েত হোসেন, সহেল রানাসহ অন্যান্য রোটারিয়ান এবং রোটার্যাক্টরবৃন্দ ।
রেটারি এবং রেটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ এর উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সম্প্রতি রেটারি এবং রেটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ এর উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। এই উপলক্ষ্যে দিবসটির প্রতিপাদ্য “কিশোরি অবস্থায় গর্ভধারণ নিবারণ” কে সামনে রেখে গত ১২ জুলাই ২০১৩ সকাল ১০ টায় চট্টগ্রামের নেভাল এভিনিউস্থ রেটারি স্কুলে স্থানীয় কিশোরী এবং মা দের নিয়ে একটা জনসচেতনতামুলক অনুষ্ঠানের আয়েজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী আফরোজা বেগম অল্প বয়সে মাতৃত্বের বিভিন্ন ক্ষতিকর দিক এবং এর থেকে পরিত্রানের উপায় সম্পর্কে বিস্তারিত আলেচনা করেন। এছাড়া আলোচনা অনুষ্ঠানে রেটারি ক্লাব অব ইসলামাবাদ এর বর্তমান সভাপতি রেটারিয়ান খোরশেদুল আলম, রোটারিয়ান প্রফেসর ডা: আবদুল ওয়াহিদ আল মামুন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রেটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ এর বর্তমান সভাপতি রেটার্যাক্টর মাহমুদুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিপি ওয়াহিদুল আমিন, নারগিস আক্তার, শামিম হাসান, ওমর ফারুক চৌধুরী মহসিন, শাফায়েত হোসেন, সহেল রানাসহ অন্যান্য রোটারিয়ান এবং রোটার্যাক্টরবৃন্দ ।
০টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৪৯
আজ ২৫ রোজা।
এই তো সেদিন রোজা শুরু হলো। দেখতে দেখতে ২৪ টা রোজা শেষ হয়ে গেলো। সময় কত দ্রুত চলে যায়! আগামী বছর কি রমজান... ...বাকিটুকু পড়ুন
অবগুণ্ঠন (পর্ব ২)
অবগুণ্ঠন (পর্ব ২)
ওসির নির্দেশ মতো ডিউটি অফিসার রাঘবেন্দ্র যাদব লাশ পরিদর্শনের সব ব্যবস্থা করে দিলেন। গাড়ির ড্রাইভার সহ তিনজন কনস্টেবল যথাস্থানে তৈরি ছিলেন। বেশি সময় অপেক্ষা করতে হয়নি ওনাদের।খানিক বাদেই... ...বাকিটুকু পড়ুন
আগে বিচার , সংস্কার তারপরেই নির্বাচন
জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন এক ঝাক তরুনদের রক্তের উপড় দাঁড়িয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একের পর এ জ্বালাময়ী কর্মসুচী দিচ্ছিল , তখন বিএনপির... ...বাকিটুকু পড়ুন
তথ্য এবং গুজব....
তথ্য এবং গুজব....
তথ্য নাগরিকের অন্যতম মৌলিক স্বীকৃত অধিকার। মানবাধিকারও বটে। যোগাযোগের অন্যতম প্রধান উপকরণ তথ্য মানুষের নিত্য সঙ্গি।
তথ্যের (Misinformation) ভুল, ত্রুটিপূর্ণ, বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য সমাজে ছড়িয়ে পড়ে,... ...বাকিটুকু পড়ুন
বডি সোহেলের মন ভালো নেই !
আমাদের জাতীয় নেতাদের বংশধরেরা বড়ই অদ্ভুত জীবন যাপন করছেন। তাদের বাপ চাচাদের মধ্যে মত-বিরোধ থাকিলেও একে অপর কে জনসম্মুখে অপমান করেন নাই। এক্ষেত্রে নেতাদের প্রজন্ম পূর্বপুরুষ দের ট্রাডিশন ধরে রাখতে... ...বাকিটুকু পড়ুন