গুলিস্তানে জয় বাংলা স্লোগান দেয়ায় একজন তরুণী মারধরের শিকার হয়েছেন। যমুনা টিভিতে দেড় মিনিটের ভিডিওতে দেখা যায় ঘিরে থাকা কয়েকজন ব্যক্তি একজন তরুণী কে চড় থাপ্পড় দিচ্ছেন। মেয়েটি পরে রাস্তায় বসে পড়ে এবং নারী পুলিশ তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে।
জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের পেটুয়া বাহিনী যখন মেয়েদের মারধর করেছিল ঢাবিতে সে দৃশ্য জনমনে তীব্র রোষের সৃষ্টি করে।যার প্রেক্ষিতে আন্দোলন বেগবান হয়ে উঠে।
এই ধরণের সিচুয়েশনে একবার আমাকে পড়তে হয়েছিল।এক মাদক কারবারির বিরুদ্ধে প্রতিবাদ করলে সে তার নেশাগ্রস্থ মেয়েকে দিয়ে আমাকে অপমানের চেষ্টা করে। কারবারির মেয়ে গাঁজা বেচতো। আমি এবং আমার বন্ধুদের সাথে মাদক কারবারি দের যখন হাতাহাতি হওয়ার উপক্রম হয়েছিল তখন মেয়েটি আমাদের অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে। হিতাহিত জ্ঞান হারিয়ে বন্ধুরা ক্ষেপে গিয়ে মেয়েটির গায়ে হাত তুলতে যাবে এমন সময় এলাকার একজন সিনিয়র ভাই আমাদের বাধা দেন। আমাদের কে সেখান থেকে সরিয়ে এনে বোঝান এসব নোংরা ফাঁদে পা দেয়া যাবে না।এখন সবার হাতে মোবাইল ক্যামেরা রয়েছে।
শেখ হাসিনা তার সর্বশেষ কল রেকর্ডে তিনি দূর থেকে সব ভিডিও করতে বলেছেন তার শাবক দের! গুলিস্থানের ঘটনাটি অতি নিম্ন মানের ট্রাপ। এসব ট্রাপে মাথা গরম করা চলবে না।
জয় বাংলা স্লোগান দেয়া টা তেমন বড়ো কোন অপরাধ নয়। বাঙালির স্লোগান হাইজাইক্ড বাই আওয়ামী অসৎ লীগ। তবে আজকে ভুয়া সমাবেশ মূলত দেশের পরিস্থিতি কেমন তা বোঝার জন্য ডাকা হয়েছে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৪