চট্টগ্রামের সীতাকুন্ডে আবস্থিত চন্দ্রণাথ মন্দির হিন্দু ধর্মালম্বীদের তীর্থস্থান হিসেবে বিবেচিত। কথিত আছে দেবী দুর্গার মৃতদেহ দেবতা বিষ্ণুর নির্দেশে ৫২ খন্ড করে ৫২টি জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের ৬টি জায়গায় রয়েছে দেবীর মৃতদেহের ৬ খন্ড। তার মধ্যে একটি জায়গা হচ্ছে এ চন্দ্রণাথ মন্দির। পাহাড়ের উপর অবস্থিত এ মন্দিরটিতে যেতে পাড়ি দিতে হয় হাজারখানেক সিড়ির ধাপ।
আর সীতাকুন্ড নামটিও একটি মিথ। সীতার বনবাসের সময় রাম ও সীতা কিছু সময় কাটিয়েছিলেন এ জায়গায়।সীতার গোসলের জন্য একটি পুকুর খনন করা হয়েছিলো যার নাম কুন্ড। এসবে মিলে সীতাকুন্ড।
সেই সীতাকুন্ডে অবস্থিত চন্দ্রণাথ মন্দির নিয়ে দেখুন ছবিব্লগ।
১.
২.
৩.পাহাড়ে উঠার পথে পাওয়া যাবে ছোট ছোট ঝর্ণা। গ্রীষ্মকালে ঝর্ণার পানি থাকেনা বললেই চলে।
৪. চন্দ্রণাথ মন্দির ছাড়াও পাহাড়চূড়ায় আরো অনেক মন্দির চোখে পড়বে
৫.
৬.
৭. চারপাশ জুড়ে শুধু চোখে পড়ে পাহাড় আর পাহাড়
৮. চন্দ্রণাথ মন্দিরে পৌঁছানোর শেষ ধাপ
৯. চন্দ্রণাথ মন্দিরের পেছনের দিক
১০.চন্দ্রণাথ মন্দিরের সামনের দিক (ভঙ্গুরপ্রায়)