জীবনে শেষ বারের মত ক্যাম্পাসে গিয়ে ঘুরতে বেড়িয়েছিলাম। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার উপজেলা সদর 'বিলাইছড়ি'। কথা ছিলো ট্র্যাকিং করে বিলাইছড়ির পাহাড়ে উঠবো আর ঝর্ণা দেখে আসবো। কাপ্তাই লেকে বোটে করে বিলাইছড়ি যেতে হয়। যাওয়ার পথে এমন বৃষ্টি নামলো যে এগারো জনের দলটির অনেকেই ভয়ে কুঁকড়ে গেলো। শেষ পর্যন্ত বিলাইছড়ি পৌঁছুতে পারলেও অ্যাডভেঞ্চারটা আর হয়ে উঠেনি।
তবে প্রাপ্তি যে একবারেই নেই তা বলা যাবেনা। জীবনের সেরা নৌভ্রমণটা এবারই হয়ে গেলো। পুরো দেড়ঘন্টা ঝুম বৃষ্টি, দু'ধারের অবারিত জলরাশি, মেঘের ঘনঘটা আর কাপ্তাই লেকের আনাবিল সৌন্দর্য। তাই এ ট্যুরটাকে বলা যায় এ জার্নি টু রিমেমবার।
এবারের ট্যুরে আমার ডিজিক্যামটা সবার হাতেই কমবেশি ঘুরেছে। তাই দু' পর্বের ছবিব্লগে সবার ছবিই থাকছে। তবে বৃষ্টি থাকায় সে সময়কার অসাধারন কিছু দৃশ্য মনপটেই আঁকতে হলো। ক্যামেরায় তোলার দু:সাহস আর দেখাইনি।
টিমের সদস্যরা হচ্ছে- সাকিব, শান্তনু, জাহিদ, বিপ্লব, কামরুল, তমাল, রতন, নিয়ন,অর্ক ও রিয়াদ।
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
১২.
১৩.