কত আশাছিল-ম্যাচিং ড্রেস পরে দুজনে ব্লগ দিবসের অনুষ্ঠানে যাবো, ফটোতোলকরা আমাদের জুগল ফটোক তুলবে,সেই ছবি সামুতে পোষ্ট হবে। কিন্তু আমার বৌ সেটা হতে দিল না । বৌরে মাইনাস ।
অবশেষে একাই গেলাম সামু অফিসে
হুম যা ভাবছি তাই। কত সুন্দর,ড্রেস ম্যাচিং করা,পুরো অনুষ্ঠান আলোকিত করা এক ব্লগার দম্পতি। আহা , কতো সুন্দর লাগছে ওনাদের ।
ব্লগার দম্পতি অরিল ও জানা
৫টার আগেই পৌছলাম। কেউ ওয়েলকাম বলে নাই ।পুরো হল ফাকা। একমাত্র ব্লগার আইরিন আপু চেয়ারে বসা।আমিও গিয়ে বসলাম ওনার কাছে।আগের মনসুরের ব্লগ আড্ডায় পরিচয়। ব্লগার কৌশিক ভাই আমাকে দেখে এগিয়ে আসলেন। কথা বলা শুরু।
কি আর করবো ? ব্যানারের ছবি তুল্লাম।
রুমের সামনের দিকে বাম পাশের টেবিলে কয়েকটা ল্যাপটপ।তার পিছনের টেবিলে কয়েকজন। মনে হয় সামুর লোকজন।
ব্লগারগন আসা শুরু করলেন।
কৌশিক ভাই- অত্যন্ত আকর্ষনিয় ভাবে উপস্থাপনা শুরু করলেন। আমার কাছে ওনার স্টাইলটা ভালোই লাগছিল।
অনুষ্ঠানের উদ্বোধন হয়ে গেল। ভালো লাগছিল ড: আনিসুজ্জামান উদ্বোধক হওয়াতে।
আসন প্রায় পুর্ন
হঠাত আবিষ্কার করলাম আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় ও ছোট লেডি দুজন একসাথে। ব্লগার নুরুননেছা ও কিন্নরি
আমার প্রিয় ব্লগারগন তাদের অনুভুতি বলছেন :
নাফিস ইফতেখার
জানা
আবদুল্লাহ আল মনসুর ছিল কিঞ্চিত এলোমেলো
রাতমজুর ছিল ক্যামেরা নিয়া ব্যাস্ত
রুদ্র প্রতাপ
ছোট মির্জা
আড্ডাবাজিও চলেছে একই সাথে
একি ? রাজসোহান ওখানে কেন ? ঘটনা কি ? ওকি ব্লগারের আড়ালে অন্যকেউ
এসেছিলেন আমার অত্যন্ত প্রিয় ব্লগার কালপুরুষ
প্রিয় ক্যামেরাম্যন ভাই (যাকে আমি লোভনীয় ক্যামেরাম্যন বলি)
এই ব্লগারগন ওখানে কি করছেন ? ইহা এক বিশাল রহস্য আমার কাছে । ছিলেন ব্লগার অন্যমনস্ক শরৎ, ব্লগার জীবানানন্দ দাসের ছায়া
আমার তিন শ্নেহের ও প্রিয় ব্লগার: ছোট মির্জা,আবদুল্লাহ আল মনসুর ,রাজ সোহান
লাইভ ও দেখিয়েছে আমার টা আমি দেখলাম না
ব্লগার লাভলু ভাই সারাক্ষন হাতটা উচিয়ে রেখেছিলেন ক্যামেরা নিয়ে।ছায়া ভাই লাভলু ভাইকে চেয়ারে ঘুরিয়েছেন
ব্লগ দিবস উপলক্ষে সেরা ১০ লেখার একটির বিজয়ী,উপস্থিত একমাত্র ব্লগার অর্ফিয়াস পুরস্কার নিচ্ছেন
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করলেন ব্লগার অরিল। আমি মুগ্ধ হয়েছি- উনি বাংলা বলায়।
আমার সবচেয়ে প্রিয় ব্লগার। যার লেখায় মুগ্ধ হয়ে আমি সামুতে চলে এসেছি।খুব ইচ্ছে ছিলো ওনার সাথে পরিচিত হবো,হাতে হাত মিলাবো,ছবি তুলবো। ব্লগ দিবস আমার সেই আশা পুরন করেছে
শেষ হয়েও হলো না শেষ। অনু্ষ্ঠানের পরেও প্রায় দেড় ঘন্টা আড্ডা দিয়েছি ,কয়েকজন ব্লগারের সাথে।
সবাই গালে হাত দিয়ে কি এতো চিন্তা করছেন ?
সব মিলিয়ে ভালো একটা সময় কাটিয়েছি আমি। ইচ্ছে থাকা সত্বেও অনেক ব্লগারের ছবি দিতে পারিনি,যাদেরকে আমি শ্রদ্ধা করি,শ্নেহ করি।পোষ্টের দৈর্ঘ্য অনেক বাড়বে তাই।
ভালো থাকবেন সবাই। শুভকামনা সবার জন্য। শুভ ব্লগিং
সামহোয়ার ইন ব্লগ টিমকে অনেক ধন্যবাদ,এমন একটি আনন্দঘন অনুষ্ঠান
আয়োজনের জন্য।
অ:ট: ছবি নির্বাচন/উপাস্হাপনায় ও সর্বোপরি আংশিক পরিমার্জনায় আমি
একজনার সাহায্য নিয়েছি।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৪১