{বিঃদ্রঃ- মনে রাখি কথাটা এক্সপার্টদের জন্য / শিখি কথাটা নবীনদের জন্য}
আজ প্রথমেই আলোচনা করবো অ্যাপারচার নিয়ে ...।
অ্যাপারচার : অ্যাপারচার মানুষের চোখের মনির মত একটা জিনিস ...। চোখের মনিতে আলো পড়লে তা যেমন আপনাআপনিই ছোট হয়ে যায় আবার কম আলোতে বড় হয়ে যায় .অ্যাপারচার এর চরিত্রও ঠিক সেই রকম .। এটি সাধারনত ( f ) দিয়ে প্রকাশ করা হয় .। f.stop f.number ও বলে অনেকে ...।
অ্যাপারচার এর কথা আসলেই মূল যে জিনিসটা মনে রাখতে হবে তা হলো ....
# অ্যাপারচার ভ্যালু বা এফ.স্টপ যত বাড়বে ক্যামেরায় আলো তত কম প্রবেশ করবে ...।
# অ্যাপারচার ভ্যালু যত কমবে ক্যামেরায় আলো তত বেশি প্রবেশ করবে
ভাজা মাছটি উল্টে খেতে হবে !! এই আর কি !!!
বিশিষ্ট মনিষী ফটোগ্রাফাররা এই অ্যাপারচার ভ্যালু কে তিনটি ভাগে ভাগ করেছেন .....।
১* Storytelling Apertures
- Aperture Range: f/16, f/18, f/22, f/32 ।
সাধারনত ন্যাচার , ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে এই ধরনের অ্যাপারচার ইউজ করা যায় ...। অথবা ,, যখন ছবির ফ্রেমের মধ্যে আগা থেকে গোড়া পর্যন্ত বা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড এ যা কিছু আছে সবই সার্প বা পরিস্কার আকারে ফোকাসের মধ্যে রেখে ছবি তুলতে চান তখন এধরণের অ্যাপারচার ইউজ করা হয় ....। এটার ডেপথ অব ফিল্ড লার্জ হয়ে থাকে ।
২* Isolation Apertures/Singular-Theme Apertures-
-- Aperture Range: f/1.4, f/2.8,f/3.2, f/4, f/5.6 ।
এ ধরনের অ্যাপারচার ইউজ করা হয় সাধারনত ,, কোন নির্দিষ্ট সাবজেক্ট এর উপরে ফোকাস করা হয় এবং বাকি সব আউট অব ফোকাস বা ব্যাকগ্রাউন্ড হাওয়া করে দেওয়ার ক্ষেত্রে ...।
এই জিনিসটা বেশি ইউজ করা হয় ,, ম্যাক্রো ফটোগ্রাফি , ওয়ান পারসন পোর্ট্রেট ,, এবং ফটোজার্নালিজম এ স্টেটমেন্ট ফটোগ্রাফিতে । এটার ডেপথ অব ফিল্ড ন্যারো বা স্যালো হয়ে থাকে
৩* Who Cares Apertures
- Aperture Range: f/8, f/9, f/11 ।
এটির নাম শুনে হয়তো মনে করছেন এই গুলো মনে হয় গুন্ডাপান্ডা অ্যাপারচার ...!!!! অনেকাংশে তাই ..। এরা ডোন্ট মাইন্ড ফ্যামিলির গোত্রভুক্ত ।
এগুলোর ব্যবহার তখন করা হয় যখন সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড প্রায় কাছাকাছি বা সেম ডিস্টেন্সেই থাকে ..।
ডেপথ অব ফিল্ড নিয়ে এর কোন মথা ব্যাথা নেই ।
যেমন - ধরুন একটা ছেলে একটা ওয়ালের পাশে দাড়িয়ে আছে ...। এখন এর ছবি তুলতে কি আপনার কোন ডেপথ অব ফিল্ড নিয়ে মাথা ঘামানোর দরকার আছে ????
এধরনের অ্যাপারচার পোর্ট্রেট ফটোগ্রাফিতেও বেশ ব্যাবহার হয়ে থাকে
আর পারতাছিনা গুরু ..... আইজ মোরে ক্ষ্যামা করো ,,,,,,,,