তোমার অবাধ্য ভালবাসার ডোরে,
সপে দিতে চাই না আমি নিজেরে।
ফিরে পেতে চাই এই আমারে,
বারেবার আপনার মত করে।
সব ভুলে মনেরে শুধাই,
ভাববোনা তোমাকে আর-
করবো না কোন ফোন,
শুনবে না বিরক্তির রিংটোন।
ব্যস্ত সময়ের শিডিউলে,
ক্ষুদে বার্তারা হারাবে অদূরে।
পাবে না আমারে আর,
কোন কাঙ্ক্ষিত সুন্দর সময়ে।
কিন্তু...
বাধসেধে সামনে দাঁড়ায়,
অমলিন পুরনো স্মৃতিরা।
হৃদয়ের অনধিকার চর্চায়,
অভিমানেরা সব দৌড়ে পালায়।
তোমার ক্ষণিক অনুপস্থিতি,
অপ্রত্যাশিত শুনশান নীরবতা,
আবার আমারে ভাবায়।
দিকহারা নাবিকের মত,
উল্টো পথে হাঁটায়।
বেলা শেষে উদভ্রান্ত মন,
তোমারে খুঁজে পায়।
ভালবাসার মায়া ডোরে,
সঁপে দেই আমি নিজেরে।