আজ হঠাৎ সামহয়্যার ব্লগে ঢুকে আমার তথ্যগুলো দেখে চমকে উঠলাম। কারণ বিষয়টি মোটেই হেলাফেলার নয়

আজ থেকে প্রায় ১০ বছর আগে যখন দেশে তত্ত্বাবধায়ক সরকারের একপ্রকার সেনাশাসন চলছিল, তখন একদিন আমি ব্লগিং শুরু করেছিলাম। কিভাবে ১০ বছর কেটে গেল বুঝতেই পারছি না

# বাংলায় ব্লগিংয়ের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য অবশ্যই সামহয়্যার কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
# সামহয়্যারইন ব্লগের আগে বাংলা ভাষায় অন্য কোথাও ব্লগিংয়ের সুযোগ ছিল না। আর এ কারণে ব্লগটি তুমুল জনপ্রিয়তা পায়।
# সে সময় নিজের আসল নামে প্রায় কেউই ব্লগিং করত না। এখন অবশ্য বহু মানুষ নিজের আসল নামেই ব্লগিং করেন।
# সে সময় ফেসবুক থাকলেও তা জনপ্রিয় ছিল না। তবে এমনকি ফেসবুকেও বাংলা আসত না।
# প্রথম পোস্টটি ছিল ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৭, সকাল ১০:০০ টায়। ব্লগিং শুরু করেছিলাম দূরন্ত নাম নিয়ে।
# প্রথমে আমি যে পোস্ট দিয়েছিলাম তা ছিল তত্ত্বাবধায়ক সরকারের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে। সে সময় মতপ্রকাশের প্ল্যাটফর্ম হিসেবেই যেন আত্মপ্রকাশ করে সামু।
# এরপর অবশ্য আমি উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে চলে যাই। সেখান থেকেই ব্লগিং করি বহু দিন। তখন দৈনন্দিন বহু বিষয় আমার এ ব্লগে তুলে রাখি। উচ্চশিক্ষা শেষে দেশে চলে আসি। এরপর ব্যস্ততার কারণে ব্লগিং করা হয় না।
# বিশ্বের নানা দেশে অবস্থানরত বাংলা ভাষাভাষীদের জন্যও এটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে। আমিও সবার সঙ্গে দারুণ মজার সময় কাটিয়েছি এ ব্লগে। মন্তব্য, জবাব, নতুন পোস্ট ইত্যাদি দেখতে দেখতে যে কত দিনরাত পার হয়ে গেছে তার কোনো হিসাব নেই।
# এছাড়া বেশ কিছু ব্লগারের সঙ্গেও অনলাইনে যোগাযোগ হয়। তাদের অনেকের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে।
# এ ব্লগের পাশাপাশি আরও একাধিক ব্লগ গড়ে ওঠে। পরবর্তীতে ফেসবুক জনপ্রিয়তা লাভ করায় ব্লগের আবেদন ফিকে হয়ে এসেছে।
# প্রথম আলো ব্লগ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু একসময় তা বন্ধ হয়ে যায়। সেখানে থাকা আমার লেখাগুলোও হারিয়ে গেছে চিরতরে।
# এ ব্লগের সব তথ্য অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিত থাকায় সামু কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ব্লগিংয়ের এ সুযোগ করে না দিলে হয়ত আমার বহু লেখাই কখনো পৃথিবীর আলো দেখত না।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৫