ঋজু ভঙ্গিতে তিনি লবি'তে এলেন। নচিকেতা। জড়িয়ে ধরলেন। বললেন 'চলো বসি। আমার ফ্লাইটের সময় হয়ে গেছে'।
বললাম, 'বন্ধুরা আমাকে একসময় "নচিলাশ" বলে ডাকতো। আজ ২০ বছর হলো এই সময়টার জন্য অপেক্ষা করছি'।
তিনি জোরে হেসে উঠলেন। সেই চির পরিচিত অট্টহাসি। দ্বিধাহীন।
আমি বললাম, 'আপনার কোনো গানে আপনি 'কষ্ট' শব্দটা অদ্যাবধি ব্যবহার করেন নি। ব্যাপারটা কি কাকতালীয়, নাকি ইচ্ছাকৃত?'
তিনি আবারও হাসলেন। মৃদু। মাথা নিচু করে কিছু একটা ভাবলেন। দৃষ্টিতে বিষ্ময়!
তারপর আমার দিকে তাকিয়ে বললেন, 'ইচ্ছাকৃত'।
আমি বললাম 'কেন?'
তিনি বললেন, 'আমি একটা সময় প্রচণ্ড স্ট্রাগল করেছি। হয়তো জানো সেসব। সে সময় 'কষ্ট' শব্দটা এতো বেশি আমার সাথে থেকেছে যে, এখন আর রাখতে চাইনা'।
এই বলে তিনি উঠে পড়লেন। বললেন, 'প্লেন মিস হলে দেশে ফিরতে পারবোনা যে! যাই পলাশ!
গাড়িতে ওঠার আগে ঘুরে দাঁড়ালেন। আমার ভিজিটিং কার্ডটার দিকে তাকিয়ে জিগ্যেস করলেন, 'পারসোনাল নাম্বার'?
আমি বললাম, 'হ্যাঁ'।
তিনি বললেন, 'পলাশ, আমার নাম্বারটা রাখো। ফোন করো। তোমার সাথে অনেক কথা বলবার আছে।'
চলন্ত গাড়ির জানালার গ্লাস খুলে আমার দিকে তাকিয়ে হাত নেড়ে আবার বললেন, 'ফোন করো পলাশ। যাই'।
নিজেকে তখন অনির্বাণ বলে ভ্রম হচ্ছিলো আমার।
------------------------------------------------------
২৪ ডিসেম্বর, ২০১৫। আমার গানওয়ালার সাথে আমার প্রথম দেখার গল্প এটা।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২০ সকাল ১০:৩৫