নিখাদ আনন্দ/সময় কাটানো ঘরানার গেম আছে মোট চারটা; এংরি বার্ডস, এংরি বার্ডস রিও, এংরি বার্ডস সিজনস, এংরি বার্ডস স্পেস। গেমগুলোর নির্মাতা রোভিও এন্টারটেইনমেন্ট।
১. এংরি বার্ডস :
রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া এংরি বার্ডস গেম সিরিজের প্রথম গেম। এই গেম দিয়েই ব্যাপক পরিচিতি পায় রোভিও কোম্পানি। গেমের কাহিনী হচ্ছে বনের পাখি আর শুকরছানাদের নিয়ে। পাখিদের কষ্টের ডিম চুরি করে নিয়ে যায় শুকরছানারা। শান্তশিষ্ট পাখিরা খেপে বোম হয়ে যায়। কিন্তু শুকরছানারা থাকে সুরক্ষিত দুর্গে, নিরীহ পাখিরা যেখানে ঢুকতে পারে না। কিন্তু এত সহজে পাখির দল হাড় মানে না। নিজেরাই ছুটে গিয়ে আছড়ে পড়ে দুর্গে। এত সাধের দুর্গ রক্ষা করতে পারে না দুষ্ট শুকরছানাদের। দলে দলে ধ্বংস হয় খেপা পাখিদের তান্ডবে। গেমের কায়দাকানুন খুব সহজ, পাখিদের দিয়ে শত্রুর দুর্গ ভাংতে হবে। একেক পাখির একেক কাজ, কেউ কাঠ কেটে ফালাফালা করতে পারে, আবার কেউ বোমা মারে। যত কম পাখিদের দিয়ে বেশি ভাংচুর করা যাবে, তত বেশি পয়েন্ট। গেমের গ্রাফিক্স আর শব্দসঞ্চালন এক কথায় অসাধারণ। খেলতে একবার বসলে উঠতে মন চাইবে না।
ডাউনলোড লিঙ্ক : http://www.mediafire.com/?asq8z12s9qlndsj
২. এংরি বার্ডস রিও :
এংরি বার্ডস সিরিজের দ্বিতীয় গেম। এই গেমটা বানানো হয়েছে পাখিদের নিয়ে বানানো একটা এনিমেশন মুভি 'রিও' এর কাহিনী অনুসারে, সহযোগিতা করেছে ফক্স এন্টারটেইনমেন্ট আর ব্লু স্কাই । ব্রাজিলের অপূর্ব এক শহর রিও এই গেমের পটভূমি। গেমের নিয়মকানুন সবই আগের মত। গ্রাফিক্স, সুরের কারুকাজ উন্নত হয়েছে আগের চেয়ে আর যুক্ত হয়েছে কিছু নতুন পাখি। সব মিলিয়ে অসাধারণ একটা গেম।
ডাউনলোড লিঙ্ক : http://www.mediafire.com/?8ns2ben5e95s3nx
৩. এংরি বার্ডস সিজনস :
অসাধারণ গ্রাফিক্সের এই গেমটি এংরি বার্ডস সিরিজের ৩য় গেম। এই গেমের সবকিছু ছাপিয়ে আপনার চোখে পড়বে গ্রাফিক্সের অসাধারণ কারুকাজ। খেপা পাখিদের নিয়ে খেলতে হবে নানান ঋতুতে, সেইসঙ্গে পাল্টে যাবে আশেপাশের পরিবেশ। হরেক রকম রঙ আপনার চোখকে ধাধিয়ে দেবে । অসাধারণ সব রঙের কারুকাজ আর অপূর্ব সুর আপনার মন জয় করে নেবে মুহূর্তে।
ডাউনলোড লিঙ্ক : http://www.mediafire.com/?8fwybb9p61s5nce
৪. এংরি বার্ডস স্পেস :
খেপা পাখিদের এবারের অভিযান মহাকাশের গ্রহ থেকে গ্রহান্তরে। এবারের গেমে খেলতে হবে বুদ্ধি করে। কারণ আগের গেমগুলোতে পৃথিবীতে খেলা হয়েছিল, তাই মধ্যাকর্ষণের টানে পাখিগুলো নিচে নেমে আসতো, ফলে হিসাব করা সহজ ছিল। কিন্তু মহাকাশে কোন মধ্যাকর্ষণ নেই, আবার তার মাঝে ছড়িয়ে আছে নানা গ্রহ গ্রহানু, যাদের আছে নিজস্ব মধ্যাকর্ষণ, ফলে এবার খেলা আরো উত্তেজনার, কারণ খালি মহাকাশে বস্তু যায় সোজা,কিন্তু আবার গ্রহের টানে সেই গতিপথ যায় বেঁকে। ফলে এবার খেলায় বুদ্ধি লাগবে বেশি, কষ্টও বেশি, আর তাই মজাও বেশি!! আর অসাধারণ গ্রাফিক্স আর সুরের কারুকাজ তো আছেই।
ডাউনলোড লিঙ্ক : http://www.mediafire.com/?5rx3v0685c3dyp2