দুইদিন আগে একখান পোস্ট দিসিলাম আমার কিসু 'ছোট' গেম এর তালিকা দিয়া। এই গেমগুলারে 'ছোট' বলার কারণ অন্যসব ভারি ভারি অনেক প্রচার পাওয়া গেমের তুলনায় এগুলোর প্রচার আর কার্যকলাপ একেবারেই নগন্য। অন্যসব বড় বড় গেমনির্মাতাদের মত এইসব গেমের নির্মাতাদের অর্থের যোগান, বাজেট, লোকবল খুবই কম, কয়েকটা গেম তো আছে মাত্র ১০-১২ জনের দল নিয়ে বানানো। আর তাছাড়া এগুলোর আকারও খুবই কম। ২ জিবি হচ্ছে সর্বোচ্চ আকার। গেমের ভাষায় এই গেমগুলোকে বলে 'ইন্ডে'(indie)। ছোট হলে কি হবে, এগুলোর কার্যকলাপ অর্থাৎ কাহিনী, গেমপ্লে, গ্রাফিক্স এর পাল্লা কিন্তু মোটেই কম না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে বেশি। কথায় আছে না, 'ছোট মরিচের ঝাল বেশি', এগুলো হচ্ছে সেই ধরনের জিনিস।
তা যাই হোক, আমার কম্পুতে থাকা 'ছোট' গেমগুলোকে মোট ৫ ভাগে ভাগ করা যায়। নিখাদ আনন্দ/সময় কাটানো, সৃজনশীল,
মারামারি(একশন), গোপন ধারা(স্টিলথ) আর একেবারেই অন্য ঘরানার একটা গেম। প্রত্যেক ধরনের গেমের রিভিউ আর সাথে
ডাউনলোড লিঙ্ক দেবো একটু পরেই।
সবাইকে ঈদ মোবারক।