মেঠোপথখানি ভালোবেসে তাই শুধু বুনোফুল হবো,
সহজ কবিতার শব্দের মতো ভালোবেসে যাবো।
কতদিন হেলায় ধূলিরং মেখে হেটে যেতে যেতে,
কতবার জোছনায় বেলা অবেলায় তোমারে চেয়েছি পেতে।
সময়ের রং ধূসর হয়ে বিকেল বন্দী ফ্রেমে,
তোমার ঠোঁটের সুগন্ধি চুমুরা সন্ধ্যা হয়ে নামে
শহরের পথে একদিন তুমি আমার মাধবীলতা,
সহস্র কথার দূর্লভ প্রহর- এখন রূপকথা।
এইসব দিনের শুকনো ধোঁয়ার সস্তা নিকোটিন,
কেউ বলে না ভালোবেসে তবু - "ওটা ফেলে দিন"।
হঠাৎ কোথাও হেটে যেতে যেতে থমকে দাঁড়াই পথে,
মাধবীলতার ভেসে আসে ঘ্রাণ ধূসর কুয়াশা স্রোতে।
মেঠোপথখানি ভালোবেসে তাই শুধু বুনোফুল হবো,
সহজ কবিতার শব্দের মতো ভালোবেসে যাবো।
১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৭ ০