সঠিক ইতিহাস জানতে হলে যেমন আপনাকে মেজর ডালিমের বক্তব্যকে আমলে নিতে হবে তেমনি শেখ মুজিবের বক্তব্যও নিতে হবে।
আপনি একজনের ১৭ বছর একই ওয়াজ করা বক্তব্যকে বাইবেল আর মেজর ডালিমের বক্তব্যকে উড়িয়ে দিয়ে তা তসলিমা নাসরিন 'ক' বইয়ের মতো ভাববেন তাহলে আপনি মিথ্যেবাদি।
আমাদের সবার লক্ষ্য হলো চুল ছেঁড়া বিশ্লেষণ করে সঠিক ইতিহাসটা বের করে আনা। কেউ যাতে বলতে না পারে দেশটা কেবল আমার বাবার অথবা স্বামীর।
প্রতিটা তথ্য থেকে শুরু করে প্রতিটা আলামত ই গুরুত্বপূর্ণ। কেনো মানুষ মিষ্টি বিতরণ করেছিলো তা ও খতিয়ে দেখা এখন সময়ের দাবী।
কখনো কারো পক্ষ নিয়ে ইতিহাস জানতে গেলে, ইতিহাসের অনেক পাতা ই ছিঁড়ে ফেলতে হবে একপক্ষকে জয়ী করতে গিয়ে। কিংবা অনেক পাত সংযোজন করতে হবে প্রতিপক্ষের সাফাই গাইতে।
মেজর ডালিমের যে বিষয়টি ভালো লেগেছে, সে যেমন শেখ মুজিবের বিরুদ্ধে বলেছে তেমনি মেজর জিয়ার শপথ ভঙ্গকেও সুন্দরভাবে অকপটে বলে গেছে। কারো তাবেদারি করেছে বলে মনে হয়নি তবে জামাতের বেপারে কোন শব্দ উচ্চারণ করেনি তা নিয়ে জল ঘোলাটে হবে এটাই স্বাভাবিক।
তবে তিনি যে বিষয়টিতে ঐক্যমত ছিলো সেটা হলো ভারতের ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে সেই শুরু থেকে এখুনি অব্দি আমরা পরীলক্ষিত করেছি।
মাওলানা হামিদ খানের উক্তি বিষয়টিকে আরো ৫০ বছর খানেক আগে ক্লিয়ার করেছিলো, "পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়।"
মতভেদ বিবেদ মত পথ অনৈক্য থাকতেই পারে, কিন্তু ভারতকে যা দিয়েছি তা কখনো সে ভুলতে পারবে না এমন উক্তি কি বিষয়টিকে আরো সাপোর্ট করেনি? কেনো বলতে পারলো না, ভারত থেকে যা পেয়েছি, সেটা বাংলাদেশ কখনো ভুলবে না?
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৯