যে মুজিব জনতার, সে মুজিব প্রেরণায় (৪৯ তম মহাপ্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি)
তোমার ম্যুরালে হাতুড়ির-ঘা; -ভাঙ্গার শব্দ!
তোমার চোখ উপড়ে নিলো- নাক-কান-মুখও!
তবু ক্ষান্ত নয় জনতা!
জুতো-থুথু আর অশ্রাব্য গালির প্রাণপণ নিক্ষেপ শেষে-
তোমার ভাস্কর্যে জুতোর মালা পরিয়ে,
তোমাকে ফাঁসিতে ঝুলানোর পর,
আগুনে পুড়ে তোমার মৃত্যু নিশ্চিত করে-
ফিরে গেলো তারা।
তবু তুমি নির্বিকার!
তোমাকে নিরুত্তাপ- নি:শব্দ- নিষ্পলক দেখে,
ওরা ফিরে এসে তোমার স্মৃতিচিহ্ন বয়ে চলা
ধানমন্ডি-৩২ পুড়ে ছাই করে দিলো।
▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
তোমার জনতাও... বাকিটুকু পড়ুন