প্রার্থনা
আফিম নয়!
বরং দিন হোক
রঙ্গিন ফরাসের মতো।
একটিমাত্র সে ভোর শুধু ;
সেরকম একটি ভোর চাই আকাঙ্ক্ষিত ।
ধোঁয়ার মতো উবে যাওয়া সেসব ভালো থাকা দিনগুলো!
আহা!
চাই চাদরের উষ্ণতা সেরকম সে মাঘের শীতের
চাই রোদ্দুর-ক্লান্তিতে জিরোবার প্রশান্তি
চাই অযথা অভিযোগহীন তোমাদের পৃথিবী।
তুমি তো জানো প্রভু!
এসব মিথ্যে চাওয়া মোর,
মা বলেছেন- আমরা দুটি ভাই ঈশ্বরের!
আমাদের পরিপূর্ণ জীবন।
চাই নে... বাকিটুকু পড়ুন