স্বাধীনতার প্রতি
জড়পদার্থটি একে একে করতলগত করে চলেছে সমস্ত বস্তু-বিষয়; মনুষ্যত্ব, বিবেক ও সবরকমের অনুভুতিও। মন্দিরে, মসজিদে, হাটে বাজারে, সর্বত্র সর্বপ্রকারের দান খয়রাত, এমনকি ভিক্ষাবৃত্তির সময়ও পরকালের জন্য দোয়াপ্রাপ্তির ক্ষেত্রেও এই জড় পদার্থটি ব্যবহৃত হচ্ছে। মানে জাগতিক থেকে পারমার্থিক জগৎও ইতোমধ্যে জড়ের নিয়ন্ত্রণে এসে গেছে। এই... বাকিটুকু পড়ুন
