আমি ক্লান্ত যখন আমারই শত লোভে
যখন একা চিৎকারে ফেটে পড়ি বিক্ষোভে
যখন বন্ধুর হাতে হাত রেখেও ভাবি একা
আমি ভাঙ্গতে পারিনা আমারই সীমারেখা
আমার বুকের ভেতর জানিনা কেমন করে
তখন, চারপাশ ভুলে চোখ বুজে থাকি
নিজের মধ্যে নিজেকেই রাখি
থেকে থেকে শুধু আপনাকে মনে পড়ে
আমার থেকে থেকে শুধু আপনাকে মনে পড়ে।।
দিন কেটে যায় সময়ের গতিবেগে, কারোর জন্য থাকেনা কিছুই থেমে,
আমিই শুধু বন্দী কেন যে একঘেয়ে এক ফ্রেমে!
ছিলেন আপনিও কি ব্যর্থ আমারই মত?
যাপিত জীবন ছিলো কি নাপারায় অবনত
ভাবতে বুকের ভেতর জানিনা কেমন করে
তখন চারপাশ ভুলে চোখ বুজে থাকি
নিজের মধ্যে নিজেকেই রাখি
থেকে থেকে শুধু আপনাকে মনে পড়ে
আমার থেকে থেকে শুধু আপনাকে মনে পড়ে।।
ব্যস্ত নগরের নাগরিক কোলাহলে, নিশ্বাসে ভাসে জীবনের জয়গান
সকল কিছুর মধ্যে থেকেও আমি বড় বেমানান
তবু নিজেকে ভাঙ্গার দারুন কৌতুহলে
আমার ভেতরে কোথাও আগুনের মত জ্বলে
আমি কেঁপে কেঁপে উঠি নিজেরই অগোচরে
তখন চারপাশ ভুলে চোখ বুজে থাকি
নিজের মধ্যে নিজেকেই রাখি
থেকে থেকে শুধু আপনাকে মনে পড়ে
বাবা, থেকে থেকে শুধু আপনাকে মনে পড়ে।।