০৪
তোলপাড় বৃষ্টিতে কোরাসের সুর
ভেসে যায় শহরের সব অলিগলি
আমার মনের বাড়ি করে ভাঙচুর
কেমন ক’রে আজ সেইসব বলি
বৃষ্টির কথা যদি বুঝে নিতে পারো
হয়তো আবেগটুকু বুঝবে আমারও।
০৫
মন কে তুমি যতোই অবুঝ বলো
তারও কিছু বোঝাপড়া আছে
তারও থাকে যোগবিয়োগের খাতা
হিসেব মতোই হৃদয় আমার বাঁচে
মন মানেনা মন মানেনা আহা
মনের বাড়ি বইছে দারুণ ঝড়
তুমি আছ, তোমরা আছ পাশে
সেটাই আমার ভরসা নিরন্তর।
০৬
পেছনে কে কী বলেছে ভুলে যাও আজ
আপন মনেতে করো আপনার কাজ
সময়েরা একদিন ঠিক নেবে চিনে
আমরা এগিয়ে যাবো আগামীর দিনে