যদি মেনে নিতে নিতে কোনদিন
ভেঙ্গে যেতে চায় ধৈর্যের বাঁধ
যদি দেয়ালেই ঠেকে গেলো পিঠ
এড়োনো যাবেনা কিছুতে সংঘাত
তবে সামনে বাড়িয়ে দু’পা
তুমি চিৎকার ক’রে বলো ‘না’
যদি ক্রমাগত শোষকের পা তোমার বুকের উপরে উঠে যায়
যদি স্বার্থের লোভে মাতোয়ারা তোমার রক্তও বেচে খেতে চায়
যদি বাচঁবার অধিকার টুকু
কেউ কেড়ে নিতে চায় জোড় করে
যদি তোমাদের প্রতিবাদি গান
থামাতে তোমাদের টুটি চেপে ধরে
তবে সামনে বাড়িয়ে দু’পা
তুমি চিৎকার ক’রে বলো ‘না’
ক’রে সাহসেই সিনা টান টান বলো মানবোনা মানবোনা আর
যেখানে পালাবার পথ জানা নেই সেখানে ডাক আসে ঘুড়ে দাঁড়াবার
যদি বুকে জাগে কোনো সংশয়
পড়ে নিও মানুষের ইতিহাস
জীবনে আসে যেনো এমন সময়
যারা ভীত নীপিড়িত ক্রীতদাস
তারাও সামনে বাড়িয়ে দু’পা
চিৎকার ক’রে বলেছিলো ‘না’।।