বিবৃতিটা সরকারি ভাই অনেকটা ঠিক দেবদূতের
‘‘দাম বাড়ালাম আমরা শুধু জ্বালানি তেল বিদ্যুতের
এইটুকুতেই দেশের মানুষ ক্যান যে এত চটা?’’
ভেবে দেখি চটার কারন রয়েছে একশটা
যেই বেড়েছে জ্বালানি তেল বিদ্যুতেরই দাম
অমনি দামের লিস্টি বেড়ে যাচ্ছে অবিরাম
যাতায়াতের বাড়ছে ভাড়া বাসে সি এন জি’তে
বাড়ার হাওয়ায় বাজার আগুন ঘামতে থাকি শীতে
দাম বেড়েছে লবন-চিনি-মাছ-মাংস ডিমের
সঙ্গে বাড়ে আলু-পেঁয়াজ ফুলকপি আর শিমের
দাম বেড়েছে চালে-ডালে-ময়দা-আটা গুড়ে
জনগনের দেহ দামের আগুনে যায় পুড়ে
পোড়া দেহে বাইরে থেকে যেই ফিরেছি ঘরে
বাড়ির মালিক বলে সেও কাঁপছে দামের জ্বরে
সেই জ্বরেতে এ মাস থেকেই বাড়ছে বাড়ির ভাড়া
আমার সোনার বাংলা-দেশের মানুষ দিশাহারা
এসব দেখে এসব শুনে প্রেসার বেড়ে হাই
চটে গিয়ে ইচ্ছে করে মন্ত্রী ধরে খাই
বুঝবে তখন দেশের মানুষ ক্যান যে এত চটা
তাইতো বলি চটার কারন রয়েছে একশটা।
পাক্ষিক 'একপক্ষ' পত্রিকায় ১৬-৩১ জানুয়ারি ২০১৩ সংখ্যায় প্রকাশিত