("মৃত হাসানের প্রেতাত্মা" নামের একজন ব্লগার আমার জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত চাটবি... পড়ে স্বাধীন মতপ্রকাশে যদি এত্তো বাধাঁ বিপত্তি থাকে,তবে কেন সামুতে ব্লগিং করবো? নামের ব্লগে আমাকে কিছু প্রশ্ন করেছে৷প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখলাম অনেক বড় হয়ে যাচ্ছে৷তাই আলাদা একটা ব্লগে তার প্রশ্নের উত্তর দিলাম৷)
তার প্রশ্ন ছিলঃ
আমি_একজন.মানুষ = অতিথি_পথিক_মানুষ। দুটোই কি আপনার Nick?
....আপনার কবিতা পরার পরে আমার বক্তব্য....
এখানে আপনার Gender Verification হ্ওয়া দরকার।
আপনি ছেলে হলে....
ভাই এতটা নারীবাদী না হলেও পারতেন। আপনার কবিতাকে মোটও শালীন মনে হয়নি। যদিও এসবের খুব কমই বুঝি। তার মানে এই নয় যে সাহিত্যের দোহাই দিয়ে যা ইচ্ছা তাই করবেন। আর কারো মস্তিস্কে খবর বের করা যতদুর জানি মানুষের পক্ষে সম্ভব নয়। আপনি কিভাবে জানলেন তারা এভাবে চিন্তা করেন?
আপনি নারী হলে...........
এতটা পুরুষবিদ্বেষী না হলেও পারতেন। ঠিক আছে পুরুষদের ভাল লাগা না লাগা আপনার ব্যাক্তিগত ব্যাপার। আপনাকে কেউ তো বিয়ে, সংসার, সন্তান ধারন ইত্যাদি করতে বলেনি। যা ভাল লাগেনা তা কেন করবেন?
------------------------------------------------------------------------
প্রথমেই ধন্যবাদ জানাই আপনার মন্তব্যের জন্য৷
দ্বিতীয়তঃ জ্বি হ্যা,সামুতে আমার এই নিক ব্যান হবার পর "অতিথি_পথিক_মানুষ" দিয়ে ব্লগিং করি৷
এবার আসি আপনার প্রশ্নের উত্তরে৷আপনি Gender ভিত্তিতে আপনার বক্তব্য জানিয়েছেন৷আগেই জানিয়ে দেই আমি পুরুষ না মহিলা তা জানাতে আগ্রহী নই৷তাই যেমন একজন মানুষ হিসেবে ব্লগিং করি,একজন মানুষ হিসেবেজন্ম থেকে আমৃত্যু পর্যন্ত চাটবি... লিখেছি তেমনি একজন মানুষ হিসেবেই আপনার প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব৷আপনি যখন ছেলের দৃষ্টিতে দেখেছেন তখন আপনার কাছে পজেটিভ মনে হয়নি আবার যখন মেয়ের দৃষ্টিতে দেখেছেন তখনো নেগেটিভ মনে হয়েছে!বেশ মজার তো!!তাহলে আপনি কোন পক্ষ??
আমি ছেলের দৃষ্টিতে দেখলেঃ
আমার কবিতাটা আপনার কাছে শালীন মনে হয়নি৷তা মনে হতেই পারে৷তবে জানেন তো,সত্য সব সময়েই অপ্রিয়?এটা মোটে ও নারীবাদী দৃষ্টিকোণ থেকে লেখা হয়নি৷যা উপলব্ধি করেছি,যা আমাদের সমাজে হচ্ছে,তাই লিখেছি৷আপনি একটা ছেলেমানুষি প্রশ্ন করেছেন যে আমি কিভাবে জানলাম তারা এভাবে চিন্তা করে৷প্রত্তুত্তরে বলবো,কোন লেখক যখন মৃত্যুর বিবরন নিয়ে গল্প লিখে তখন কি তাকে মরে যেতে হয়??অভিনেতা-অভিনেত্রীরা কোন চরিত্রে অভিনয়ের সময় মনে মনে কল্পনা করে নেয় যে সত্যি সত্যি সে ঐ চরিত্রের মানুষ৷আমি ও যখন লিখেছি তখন মনে মনে কল্পনা করেছি যে আমি একজন নারী যাকে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ নানাভাবে চাটছে৷সত্যিই তো,সবাই চাটছে৷হয়তো ভদ্রভাবে বলতে গেলে বলা উচিৎ পুরুষেরা নারীদের চোখ দিয়ে দেখছে,হাত দিয়ে স্পর্শ করছে কিংবা নাক দিয়ে তাদের শরীরের গন্ধ শুকছে৷কিন্তু এতটা ভদ্রতা নারীরা কতটুকু পাচ্ছে?নারীরা সবসময় উপলব্ধি করছে তার আশে-পাশের সব মানুষ তার দিকে তাকিয়ে আছে৷তাদের চোখ কোথাও স্থির নেই,সর্বদা উপর-নিচ ওঠানামা করছে৷তাদের হাত সবসময় কামনা করছে নারীদের একটুখানি স্পর্শ,আর নাকের পাটাঁ ফুলে উঠছে যখন কোন নারী তার পাশ কাটিয়ে চলে যাচ্ছে৷যখন ভাবলাম এগুলোকে কিভাবে এককথায় ব্যাখ্যা করা যায় তখন "চাটবি"র চেয়ে উপযুক্ত কোন শব্দ খুঁজে পেলাম না৷...
আমি মেয়ের দৃষ্টিতে দেখলেঃ
আমি পুরুষবিদ্বেষী দৃষ্টিকোণ থেকে ও এটা লিখিনি৷কিন্তু একজন নারী হিসেবে না হোক,একজন মানুষ হিসেবে সমাজের কাছে তার যতটুকু প্রাপ্য তার কতটুকু তারা পাচ্ছে?মন ভরে পাচ্ছে৷মন ভরে পাচ্ছে অবহেলা,সংশয়,কুসংস্কারাচ্ছন্ন একটা জীবন,পদে পদে নানা কিছুর দোহাই এর নামে বাধাঁ,বুক ভরা কষ্ট,লাঞ্চনা,গঞ্চনা,সবার দেহভেদী কুদৃষ্টি,মুখ ভরা এসিড আরো কত্তো কি!!!রাস্তা দিয়ে যখন একটি মেয়ে হেটেঁ যায় বুড়ো থেকে শুরু করে বাচ্চা ছেলে পর্যন্ত তার দিকে তাকিয়ে থাকে৷স্কুল-কলেজে যে বান্ধুবী প্রাণের চেয়ে প্রিয়,তার অনুপস্থিতিতে তার শরীরই হয় বন্ধুদের আড্ডার টপিক৷বাসে যখন লেডিস সিটে কিছু হিজড়া বসে থাকে,তখন মেয়েদের সেই বাসে উঠতেই দেয়া হয়না বাসে সিট নেই বলে৷কিছু বাসে উঠে দাড়িয়ে যেতে পারলেও পুরুষগুলোর হাত নিশপিশ করে,চোখের পলক পড়ে না৷যেন তার চোখ হাপিঁয়ে ওঠা কুকুরের মুখ থেকে বের হয়ে আসা লালামিশ্রিত জিব৷আপনি উল্লেখ করেছেন আমাকে তো কেউ বিয়ে করে সন্তানধারন করতে বলছে না,যা ভাল লাগেনা তা কেন করবো?আমি যদি একা থাকতে চাই,আমার যা ভাল লাগে আপনি কি তা আমাকে করতে দেবেন??আপনি কি আমার দিকে ফিরে তাকাবেন না?আমাকে আমার সব অধিকার ফিরিয়ে দেবেন?আমার সাথে প্রেম করার চেষ্টা করবেন না?আমাকে ভাগিয়ে নেবেন না,বা আপনার কুপ্রস্তাবে রাজি না হলে আমাকে এসিড মারবেন না?আমাকে আত্মহত্যা করতে বাধ্য করবেন না?...
...মেয়ে মায়ের জাত৷যে মেয়ে আজ মেয়ে,কাল সে কারো মা৷একথা আমরা ভুলে যাই বলেই সমাজে মেয়েদের আমরাই দাবিয়ে রাখি আবার মাথার উপর তুলে ধরে পরে আছাড় মারি৷একটা মেয়ে যখন কাউকে ভালবাসে তখন সে শুধু ছেলেটিকে নিয়েই স্বপ্ন দেখে না৷সে স্বপ্ন দেখে সুন্দর একটি সংসারের,একটা ফুটফুটে বাচ্চার৷আর একটা ছেলে যখন কোন মেয়েকে কাছে পেতে চায়,তখন সে শুধু তাকেই পেতে চায়,তাকেই স্বপ্ন দেখে৷
"একটা মেয়ে যদি 'খারাপ মেয়ে' হয়,তবে তাকে 'খারাপ মেয়ে' করার পেছনে একটা পুরুষের হাত থাকে৷"
...মা,তোমরা অনেক খারাপ৷অনেক অনেক খারাপ৷মা তুমি এত খারাপ কেন?...
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৭