ব্লগার রোহান ভাই একটা নতুন পোস্ট দিছে,যেটা দেখে খুব ভাল লাগলো, পোস্টটা পড়ার পর থেকেই কেমন যেন কিছু একটা করতে হবে,কিছু একটা করতে হবে,এই বোধের অবতারণা হচ্ছে।এটা আমি মনে করি স্টিকি হবার মত পোস্ট,তাড়াহুড়ায় রোহান ভাই ছোটখাট ভুল করছিলেন, এখন দেখলাম ঠিক করছেন।কি অসামান্য ভাবেই না ভাই আমার পোস্টটা লিখছেন দেখে খুবই ভাল লাগলো,আমার বউরেও লিংক পাঠাইছি, ওরে বলছি দেখতে।
সামুতে অনেক দিন কোন স্টিকি পোস্ট চোখে পড়ছে না, স্টিকি পোস্টের জায়গাটা খালি, আশা করি পোস্টটা স্টিকি হবে,
তাই আমার দাবি অনেক দিন ধরে যেহেতু কোনো স্টিকি পোস্ট চোখে পড়ছে না,তাই আপনারা কি রোহান ভাই এর নতুন পোস্টটা দেখেছেন।
মাঝে মাঝে অনেক আশাবাদী লাগে, আমরাই হয়তো বদলাতে পারি অনেক কিছু... একটু দেখেন, জীবনবোধের একটা পোস্ট,এই পোস্ট পড়ে যে কেউ উদ্বুদ্ধ হবে ভাল কাজে।তাই মডারেটর ভাইদের কাছে আবেদন প্লিজ পোস্টটা স্টিকি করুন।
সবাই দেখুক কি অসাধারণ জীবনবোধের একটা পোস্ট।
ধন্যবাদ রোহান ভাই এই অসাধারণ পোস্টের জন্য।