জর্ণালঃ শ্রাবণ
শামসুর রাহমান
পৃথিবী শেখায় বহূ তত্ত্বকথা,সব টুকিটাকি
আশ্চর্য খবর জানা যায় গ্রন্থকীট সেজে ব'সে;যেখানেই থাকি
কোথাও আকাশ থেকে দূরে তারা খ'সে
গেলে টের পাই;
সাংহাই জ্বলেছে কবে,কার চোখে ট্রয় জ্বলে পুড়ে হলো ছাই,
রুশোর বিপ্লবে কারা করতালি পেয়েছে প্রচুর,
জীবনের নানা ছলাকলা আর দূর
আকাশের পরপারে যা রয়েছে লেখা
একদিন সবি যায় শেখা।
শিল্পের জটিল সূত্র উন্মীলিত হয়,
রবীন্দ্রনাথের গান সময় সময়
হাওয়া দেয়,হাওয়া দেয় সত্তার গভীরে,
তবু জানি মেয়ে,এত আলো মেখে মনের তিমিরে
কী আশ্চর্য আজো মনে হয়-
তোমার হাতের স্পর্শ,কপালের টিপ,
তোমার কন্ঠের মৃদু গুনগুন ধ্বনি,হাসি,কালো
চুল আর অতল চোখের দু'টি শিখা দিতে পারে যত আলো
তত আর দেয়নাকো অন্য কোনো জ্ঞানের প্রদীপ।sb]জর্ণালঃ শ্রাবণ
শামসুর রাহমান
পৃথিবী শেখায় বহূ তত্ত্বকথা,সব টুকিটাকি
আশ্চর্য খবর জানা যায় গ্রন্থকীট সেজে ব'সে;যেখানেই থাকি
কোথাও আকাশ থেকে দূরে তারা খ'সে
গেলে টের পাই;
সাংহাই জ্বলেছে কবে,কার চোখে ট্রয় জ্বলে পুড়ে হলো ছাই,
রুশোর বিপ্লবে কারা করতালি পেয়েছে প্রচুর,
জীবনের নানা ছলাকলা আর দূর
আকাশের পরপারে যা রয়েছে লেখা
একদিন সবি যায় শেখা।
শিল্পের জটিল সূত্র উন্মীলিত হয়,
রবীন্দ্রনাথের গান সময় সময়
হাওয়া দেয়,হাওয়া দেয় সত্তার গভীরে,
তবু জানি মেয়ে,এত আলো মেখে মনের তিমিরে
কী আশ্চর্য আজো মনে হয়-
তোমার হাতের স্পর্শ,কপালের টিপ,
তোমার কন্ঠের মৃদু গুনগুন ধ্বনি,হাসি,কালো
চুল আর অতল চোখের দু'টি শিখা দিতে পারে যত আলো
তত আর দেয়নাকো অন্য কোনো জ্ঞানের প্রদীপ।