#এই তালিকা আমার নিজের পছন্দের হলেও আমি এখানে ব্লগারদের লেখার মান,ক্লিন ইমেজ,সহ ব্লগারদের সাথে সম্পর্ক সর্বোপরি পোস্টে হিট ও কমেন্ট বিবেচনায় নিয়েছি।
#২০০৯ এর ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের থেকেই এ তালিকা করেছি।
১-রাজসোহান এলাম, দেখলাম,জয় করলাম। আর কি বলা যায় উনার সম্পর্কে?ব্লগে এত অল্পসময়ে এত জনপ্রিয় হতে কমই দেখা গেছে।উনার সবচেয়ে ভাল দিক হল বেশ মিশুক। আমার সাথে একবার দেখা হয়েছিল। দারুন ফ্রেন্ডলি উনি।
২-দাসত্ব ডানপ্রন্থিদের মধ্যে সবচেয়ে বেশি তথ্যবহুল লেখা তিনি দেন। চরম মেধাবী এই প্রবাসি ব্লগার।
৩-পারভেজ আলম আমি আস্তিক হওয়ার পরও উনাকে বেশ পছন্দ করি। উনার ভাল দিক হল তার সাথে আলোচনার সুযোগ থাকে।ছাড় দেন যথেষ্ট। ব্লগের সবচেয়ে প্রিয় নাস্তিক কে তা জরিপ করলে আমার মনে হয় সামুর বেশীরভাগ আস্তিক উনাকে ভোট দিবে।
৪-শূণ্য উপত্যকা উনার লেখার টপিক বেশ বৈচিত্রময়। তার পরবর্তী পোস্ট কি হতে যাচ্ছে তা নিয়ে হাজার টাকার বাজি ধরা যেতে পারে।আরো সময় ব্লগে দিতে পারলে আরো জনপ্রিয় হতেন তিনি বলে আমার ধারনা।
৫-জিকসেস ব্লগের এই সময়ের সেরা রম্য লেখক।বাস্তব জীবনেও বেশ ফানি সে। ল্যাবে সবাইকে হাসাতে তার জুরি ছিল না।
৬-জুন ভ্রমন কাহিনীতে উনার জুরি মেলা ভার। ইদানিং পুরুষ্কারও পেলেন। সামনে আরো এগিয়ে যাবেন তা নিশ্চিন্তে বলা যায়।
৭-কি নাম দিব আড্ডাবাজ এই মেয়ে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে।লেখার কোয়ালিটি নিয়ে কথা আসতে পারে তবে তা উতরে গেছেন সহ ব্লগারদের সাথে ভাল যোগাযোগ থাকার জন্য।
৮-শিরীষ কবিতা আমি বুঝি না।পড়াও হয় না তবে এটা আন্দাজ করতে পারি বেশ ভাল কবিতা লেখেন তিনি।
৯-হুপফুলফরএভার সামাজিক যোগাযোগে বেশ এগিয়ে এই কমু ইন্জিনিয়ার। লেখার চেয়ে তার করা কমেন্টই বেশি ভাল লাগে আমার।
১০-শেখ আমিনুল ইসলাম চমৎকার সব বুক রিভিউ ও অনুবাদ পড়ে তার ভক্ত হয়ে গেছি আমি। আগামিতে আরো জনপ্রিয় হবেন বলে আমার ধারনা।
*এছাড়াও জাহাজি পোলা, আসিফ মুভি পাগলা,মাহি ফ্লোরা,ডেইফ,কবির চৌধুরী,নষ্টালজিক,আহাদিল, এরা আলো ছড়াবে বলে আমার বিশ্বাষ।
*চলতি বছর নিক নিলেও পুরানো ব্লগার বলে তালিকায় শায়মা,রুদ্রপ্রতাপ এর মত অনেককেই রাখিনি।