গতকালের পত্রিকার নিউজ (গুরুত্বহীন ভাবে ছাপা): ৬টি মোবাইল অপারেটরদের সংগঠন এ্যমটব তাদের বকেয়া পাওনা বাবদ ৪৮ কোটি টাকার জন্য সকল পি এস টি এন কোম্পানীগুলোর সাথে আন্ত:সংযোগ বন্ধ করে দিয়েছে। প্রাথমিক ভাবে মনে হতে পারে খুবই স্বাভাবিক এবং সঙ্গত একটি উদ্যোগ। কিন্তু আমার কাছে ব্যাপারটা সুন্দর ঠেকছে না। কেন?
৪৮ কোটি টাকা: খেয়াল করুন- মোবাইল অপারেটর ৬টি। তর্কের খাতিরে সমান ভাগে ভাগ করলে একেকটি আপারেটরের ভাগে পড়ে ৮ কোটি টাকা। গ্রামীন ফোনের গ্রাহক সংখ্যা ২ কোটি (তাদের ভাষ্য অনুযায়ী)। প্রতি মিনিটি ১ টাকা হিসেবে ৮ কোটি টাকা উঠতে তাদের প্রয়োজন মাত্র ৪ মিনিট। এই মাত্র ৪ মিনিট পরিমান টাকার জন্য তারা দেশীয় অপারেটরদের সাথে আন্ত:সংযোগ বন্ধ করে দিয়ে তাদেরকে প্রায় ব্যবসা গুটানোর পর্যায়ে নিয়ে গেছে।
এসকল মোবাইল অপারেটরদের প্রত্যেকে হাজার হাজার কোটি টাকার অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত। যার প্রমান পাওয়া যায় তত্বাবধায়ক সরকারের আমলে একাধিকবার ধরা খাওয়া ও জরিমানা প্রদানের বিষয়টিতে। (গণতান্ত্রিক সরকার তাদের ধরবেনা। মাত্র ১ ঘন্টার ভিওআইপির পয়সা দিয়ে খুব সহজেই কেনা যায় তাদের)
আমি আশ্চর্য হই- যখন দেখি সবগুলো বিদেশী কোম্পানী (টেলিটক বাদে। একে দুধভাত হিসেবে ধরা যায়) সামান্য একটা ইসূ তুলে সম্মিলিত ভাবে দেশীয় কোম্পানীগুলাকে আক্রমন করে বসলো অথচ সংশ্লিষ্ট সকলে নির্বিকার।
এবার আসুন আরেকটি বিষয়ে। কেন বিদেশী কোম্পানীগুলো এ কাজ করলো? জানামতে পি এস টি এন অপারেটরদের সম্মিলিত গ্রাহক সংখ্যা মাত্র ৬ লক্ষ। এই ৬ লক্ষ গ্রাহক না পেলে কোটি কোটি গ্রাহক সমৃদ্ধ মোবাইলওয়ালাদের তেমন ক্ষতি হওয়ার কথা না। কিন্তু ব্যাপারটা অন্যখানে। ব্যপারটা হলো আইন অনুযায়ী মোবাইল কোম্পানীগুলো পিসিও (পাবলিক কল) ব্যবসা করতে পারবে না। অথচ এমন কোন দোকান নেই যেখানে মোবাইল দিয়ে ব্যবসা হচ্ছেনা। পিএসটিএন অপারেটরদের কলরেট তুলনামূলক চার্জ কম হওয়ায় তাদের গ্রাহকের উল্লেখযোগ্য অংশ হলো এই পিসিও। এই একটি মাত্র জায়গায় দেশীয় কোম্পানীগুলো বিদেশীদের দাপট এড়িয়ে কোনরকমে ব্যবসা করে যাচ্ছে। আর তাতেই ক্ষোভ বিদেশীদের। তাই তারা এমন একটি পদক্ষেপ নিলেন যাতে পিসিওর মত সংবেদনশীল গ্রাহকগন এদের ত্যাগ করেন। এবং এই সুযোগে তারা এই মার্কেটটিও দখল করেন।
এখন আর কোন টেনশন নাই। দেশীয় নীতিনির্ধারকগন বসে বসে আঙ্গুল চোষেন, আমলা+রাজনীতিবিদগন=টাকায় বিক্রিত/বিকৃত হন। বিদেশী কোং ফুলে ফেপে উঠুক আর দেশীয় কোং নিপাত যাক।