ভাইজানরা, আশা রাখি আল্লাহতাআলার অশেষ মেহেরবাণীতে আপনারা সবাই ভালো আছেন। না থাকিলেও ভালো থাকার চেষ্টায় নিদারুন কষ্টে দিনাতিপাত করিতেছেন।
গত কিছুদিন ধইরা আপনারা আমাগের আশার ফুল আশারাফুলরে লইয়া খুবই খারাপ খারাপ মন্তইব্য করিছেন। আপনাদের কথার তোড়েই হয়তোবা কিরকেট বোর্ড নতুন অধিনায়কের নাম প্রস্তাব করিছে। তিনিও
আমাদের অতি গর্বের মাশরাফি ভাই।
আপনাদের অবগতির জইন্যে জানাইতেছি যে, আপনাগের মইধ্যে রাজনীতি ঢুইক্যা গেছে, কিছু হইলেই খালি পদত্যাগ দাবী করেন। অথচ এর ফলাফল হইল- যাহা লাউ তাহাই কদু।
তাই আমি অধম এই মর্মে ভবিষ্যতবাণী করিতেছি যে- যাহা মাশরাফুল তাহাই আশরাফি।
বিশ্বাস হইলে করেন না করলে নাই। তয় কয়া দিলাম, গরীবের কথা বাসি হইলেও ফলে।