[কোন কবিতা নয়...কবিতা মনে হতে পারে কখন কখনও কারো...আসলে তা কবিতা নয়...অনুভুতির কিছু অনুভুতি]
---------------------------------------------------
আমি আর বুঝতে পারিনা তোমাকে
অনেক দুরের অচেনা কেউ
হয়ে গেছো তুমি আজ
আমি আর খুজে পাই না তোমায়।
তোমার ভাবনাগুলো কে
পারিনা বোধগম্য করে তুলতে
ভেবে ভেবে পাই না কোন কূল
হারিয়ে ফেলি খেই।
দুঃখ হয় কষ্ট পাই
বুক ফেটে কান্না আসে
রাতের প্রতিটি মুহুত কাটে
বেজে উঠবে ঝনঝনিয়ে
এই দিবাস্বপ্নের মাঝে।
খুচিয়ে খুচিয়ে রক্তাক্ত করো
তুমি, তোমার স্মৃতি মোরে।
তোমাকে ভেবে ভেবে কেটে গেছে
কত বেলা কত দিন
রয়ে গেছে বুকের মাঝে
আজন্ম অতৃপ্ত ব্যাথা।
ভালো তুমি বেসেছো মোরে মহাসমুদ্র সমান
দিয়েছ ব্যাথা ঠিক ততটাই অবহেলায়।
করেছো সম্মান ঠিক যতটুকু
করেছো কি অসম্মান ততটুকুই?
পেয়েছি তোমারই কাছে অমুল্য রতন
শিখিয়েছো তুমিই মোরে
বাসতে ভালো আজীবন।
দিয়েছি কি কখনও তোমায়
আমার এই মন?
বিলিয়েছি অকাতরে অন্যখানে
ভালোবাসা যতন।
(এপ্রিল, ২০০৪)
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৫৫