আমি প্রচণ্ড রকমের ঘরকুনো মানুষ, নির্বিরোধী, ঝামেলা এড়িয়ে চলা মানুষ। আন্দোলন, সংগ্রাম আমাকে টানে না। আমি ভাবি ওসব আমার কর্ম না, মিছিল দেখলে আমি পালিয়ে বেড়াই না যদিও কিন্তু যেচে অংশগ্রহণ করি না। তবে আমি আন্দোলন বিমুখ নই, আমি জানি আন্দোলন, সংগ্রাম ছাড়া আসে না কোন সাফল্য। কিন্তু আন্দোলন করবে অন্যরা, আর আমি শুধু দূর থেকে মৌন সমর্থন দিয়ে যাব।
রাজাকার, যুদ্ধাপরাধীদের জন্য আমার মনে প্রচণ্ড ঘৃণা, এই ব্যক্তিগত ঘৃণা নিয়ে আমি গুটিয়ে থাকি। আমি দুয়েক পঙক্তি পদ্য লেখি, লেখার চেষ্টা করি। আমার ব্যক্তিগত ঘৃণা, ক্ষোভ অক্ষম পদ্যে ব্যক্ত করি, করতে চেষ্টা করি। ভাবি- আমার কাজ সারা হল, মিছিলে না গেলেও ঘৃণা তো ব্যক্ত করছি। এর চেয়ে বেশী আমি আর কি করতে পারি, ভেবে মনে মনে নিজেকে সান্ত্বনা দেই।
এভাবেই গুটিয়ে থাকা আমাকে নিয়ে আমি দিন গুজরান করতে থাকি। হঠাৎ আমার তন্ত্রীতে এসে ভর করে শাহবাগ, আমি জেগে উঠি। এতদিন অক্ষম পুরুষের মত ঘুমিয়ে ছিলাম বলে নিজেকে ধিক্কার দেই। আমি মিছিলে দাঁড়াই, এবং গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠি ক-তে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার।
***আমিও রাজাকার যুদ্ধাপরাধীদের বিচার চাই
এরপরে যারা কিন্তু, স্বচ্ছ, সঠিক, আন্তর্জাতিক মান ইত্যাদি শব্দ যোগ করে তাদের বর্জন করুন-