বাংলা ব্লগের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই somewhereinblog-কে।
somewhereinblog এর পেইজটা সুন্দর এবং এতে বাংলা লেখার সুবিধাটা খুবই ভাল।
কিন্তু এখানে কিছু সমস্যা আমার চোখে পড়ছে, যার মধ্যে অন্যতম হল লিংক ব্যবস্থা।
এক পেইজ থেকে অন্য পেইজে যাওয়া, পেইজ পরিবর্তনের সময় Error on page দেখা যাওয়া, পেইজ খুলতে দেরি হওয়া, ইংরেজী লেখার ব্যবস্থা না রাখা, প্রতিটা পেইজের ডিজাইন একই রকম হওয়া এবং বিভিন্ন অপশন না থাকা ইত্যাদি।
মোটকথা, ওয়েবপেইজের ডিজাইনে সমস্যা আছে বলে মনে হচ্ছে।
বন্ধুরা আপনাদের এ ব্যাপারে কি মনে হয়?