ডোলে লুকানো দিনগুলো
আজ ডেকে আনি খুব আনমনে
নিষ্ঠুর সমরখন্দে
লুকানো জগতটা মুছে গেছে
দিব্যদিনের ভারে
একদা সূর্যমানে নাইল হরণে হরিহর দিন
হরিহর মানে চ্যাংজিয়েলের মুখে
কেঁচো গাথা বর্শার খিল।
একদা ঘর থাকা দিনে
আমাদের বাসনাঘেরা ঘরে
কলাপাতা মাথায় বর্ষা আসে
বর্ষা উঠোনে পাতে কাদার বিছেন
তাতে বসে বর্ষারানী ভূবণ সাধেন।
ফুরিয়ে যাবার তাড়া ছিল না বলে
অফুরন্ত দিনের ঋতুময়
খেলাদিন মেলা
ঋতু ফিরে আনে সঙ্গময় ছেলেবেলা।
ঝড়ে পড়া বাতাবি নেবুর বলে
কাদা মাখামাখির দূরন্ত ছেলেবেলা
সিদুরে মেঘের নিচে
ডেকে যায়
আয় না কাছে ,
ছুঁয়ে দেখ মাথায় আষাঢ়
পায়ে পিচ্ছিল পৃথিবী...
তবু যাওয়া হয় না শৈশবের হরিহরে
বিষাক্ত বায়ু শোষনে
বেঁচেবর্তে নিষ্ঠুর সমরখন্দে।
হায় লুকোচুরি ডোল...
হায় ভেলা ভাসা হরিহর দিন !
জুলাই’১৪
ব্যবহৃত আঞ্চলিক শব্দের অর্থ
ডোল: ধান সংরক্ষনের বড় ঝুড়ি।
বাসনা: শুকনো কলা পাতা।
জিয়েল : শিং মাছ ।
চ্যাং : টাকি মাছ ।
বর্শা : পানিতে ভাসমান লাঠিতে একহাত পরিমান সুতার আগায় বাঁধা বড়শি। যাতে কেঁচো গেথে মাছের জন্য খাল অথবা বিলে পেতে রাখা হয়।
নাইল : মৃণাল।
বিছেন: মাদুর।