পিঠের চাবুক রেখা
পিঠ পুড়ে পৌঁছে গেলে হৃদয়ের কাছে
বেশি করে ভালোবাসি মোর সন্তানকে
সে আজলা ভরে জল দেয়
কপাল থেকে কেখে নেয় আগুন রেখা।
তিনি মানেন না নিয়তের অন্ধকার
নিষ্ঠুর ভূবণগ্রাস : প্রতিদানের দাবী তার
অযৌক্তিক নয়, অতএব ঘুণে খাওয়া হাত হতে
ঝুর ঝুর ঝরে যায় বিবিধ অধিকার
দাঁড়ানো বরের দানভার দিতে যদি নাই পারি
কী মূল্য পার্থিব প্রসার !
অসঙ্গের মানবাকার দিনভর তবু দাঁড়িয়ে
পিঠ ও কপালে নিয়ে পূর্বের দান :
দিঘী হাতে দন্ডায়মান আমার সন্তান।
মার্চ’১৪