টেকা কম। যেদিন অনেক টেকা অইব,তখন বড়মাছ ধরব।
আমার বাজেট ছিল ১০,০০০ টাকা। এতে W-320 পাব।
সনি W -350

এর দাম বসুন্ধরায় আজ জানতে চাইলাম, ১২,৫০০ টাকা বলল। এবং W-370

এর দাম ১৫,৫০০ টাকা।
কিছু দাম বাড়ে তো কিছু ফিচার বাড়ে। তাই একটু বাড়ালাম। ১১,৫০০ টাকা। তবে ডিএস এল আর সম্ভব না এখন। কম্প্যাক্ট ই নিতে হবে।



এর দুইটার দাম দেশে কোথায় আরও কমে পাওয়া যেতে পারে।
আর এই দামেই ক্যানন এর ভাল কোন মডেল আছে ???



ক্যানন নাকি নিজেরাই সেন্সর বানায়। আর সনি থার্ড পার্টি সেন্সর ব্যাবহার করে। এতে ক্যানন এর রেজাল্ট বা ছবি ভাল আসার কথা।
ঘটনা কি ???
আর ফটোওয়াকে মোবাইল ক্যামেরা নিয়া আসতে লজ্জা লাগে।




যাই হোক ১১,৫০০ + খরচে (পছন্দ হলে ১৩০০০-১৪০০০)
কি ক্যামেরা ভাল তাই বলেন।
আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।



