ভোট করতে ক্রমানুসারে নিচের ধাপগুলো অনুসরণ করুন
ধাপ-১ :
এইযে পাতা আসবে (নিচের ছবির মত) সেখানে "Vote now for the New 7 Wonders of Nature" -এ ক্লিক করুন।

ধাপ-২ :
এবার নিচের ছবির মত পৃষ্ঠা আসবে সেখান থেকে আপনি সুন্দরবন সহ উল্লেখিত প্রাকৃতিক নিদর্শনের মধ্য থেকে মোট সাতটি প্রাকৃতিক নিদর্শনকে ভোট করতে হবে মনে রাখবেন আমাদের চেয়ে জারা এগিয়ে আছে তাদেরকে কোন ভাবে দিবেনা। এবং আপনাকে অবশ্যই সাতটিকেই বেছে নিতে হবে। আর মনে করে সাতটির মধ্যে অবশ্যই সুন্দরবনকে রাখবেন।দেখুন

এবার , নিচে ডান দিকে "Continue to step 2" লেখা বাটনে ক্লিক করুন।
ধাপ-৩
এবার নিচের ছবির মত , আসবে সেখানে আপনার ইউজার নেম, আপনার ই-মেইল এ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড, আপনার নাম, লিঙ্গ, জন্মতারিখ কোন দেশ -সিলেক্ট করে। নিচের যে সকল কন্ডিশনের সাথে আপনি একমত সেগুলোতে ক্লিক করুন।ছবি দেখুন।

এবার নিচে যে সিকিউরিটি কোড দেখা যাবে তা সঠিক ভাবে ,লিখুন। এবং তার নিচে "Register" লেখা বাটনে ক্লিক করুন।
ধাপ-৪ :
এবার নিচের ছবির মত, আসবে।

এখানে কিছু না করে,সরাসরি আপনার ই-মেইল একাউন্টে চলে যান। সেখানে ইনবক্সে আপনি সেভেন ওন্ডার্স কিমিটি কর্তৃক পাঠানো একটি ই-মেইল বার্তা পাবেন। সেই বার্তায় লিংকে ক্লিক করে, আপনি আপনার ভোট প্রদান নিশ্চিত করুন। ঐ লিংকে ক্লিক না করলে কিন্তু আপনার ভোট দেওয়া হবে না।
ধাপ-৫
এবার নিচের ছবির মত আসবে যেখানে আপনার ভোটের নিশ্চিত করা হল, দেখা যাবে।

যত ই-মেইল একাউন্ট আছে সেগুলো থেকেও আপনি একই ভাবে সুন্দরবনকে ভোট দিতে পারবেন।
বিঃদ্রঃ-নিচের ছবি তে দেখেন যে গুলোর র্যাঙ্ক সুন্দরবনের পরে সেই গুলো কে ভোট দেবেন তা হলে সুন্দরবনের আরো এগিয়ে যাওয়ার যাবে

আপনার আমার ভোটেই হয়তো সুন্দরবনকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের গন্তব্যে,আর এটাই হবে আমাদের গর্ব।।