নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
তুমি আর আমি
কিংবা আমি আর তুমি
সব সময় আমরা হয়ে ওঠে না।
দুটি মানুষ একত্রে থাকলেই কি
দীর্ঘশ্বাসের অর্থ বোঝা যায় ?
জানা যায় কি পাশের আসনে বসা
যাত্রীর গন্তব্য কতদূর?
জানা যায় কি দিগন্তে দৃষ্টি...
তোমায় যদি নিশিরাণী ডাকি তবে কি লজ্জায় চোখ বুজে থাকবে তুমি ?
জীবনটাকে খুবলে খাওয়া যাচ্ছেতাই কষ্টগুলো
টুপ করে এক পেগের মত গলায় ঢেলে
ঝাঝালো স্বাদ মুখটা জুড়ে
বাদাম ভাজায় আরাম পাবো।
এমনি আমার কষ্টগুলো পাল্টে নেবো।
নির্ভেজাল এই ভেজাল যুগের কষ্টগুলো।
এক লহমায় গলাধঃকরণ
তারপর শুধু কষ্ট বিলাস...
রক্ত তোমার চেতনার বীজ বুনে দিয়ে যায়
আবেগমথিত কবিতারা কথা পায়
কথায় কথকতা
তারপর আর কবিতা হয় না।
প্রতিটা পঙক্তির বারুদ ভরা বিষ্ফোরক
হয়ে ওঠা।
প্রতিটি পঙক্তির এক একটি অগ্নি স্ফুলিঙ্গ
হয়ে ওঠা।
রাজপথে রাজপথে...
হরি হরি পদ নেই , জুতা তায় আসে কী
হরিপদ নাম তার পরিচয় নাশে কি
সংসারে সঙই সার, সঙে তার বসবাস
সঙ্গ পেলে তাই লাগে তার হাসফাঁস।
হরিপদ বাঁশি চায়, বাঁশে তার তুষ্টি
ভুখা পেট...
চোখ দুটো চেপে ধরে বলছিস দেখিনি
আমি বাবা চোখ ধরে কানামাছি খেলিনি
কানা যদি হতে হয় হাতে নেবো ডাণ্ডা
দিক-বিদিক চালালে হয় সবই ঠাণ্ডা।
নাম তার বাবু রাম, মস্ত সাপুরে
চারপাশে লোকজন থাকে সে ফাঁপরে।
দুধ...
এবার তোমার রক্তে মশাল জ্বালবার সময়
আর বিদ্রোহ নয় এবার বিপ্লব চাই।
ভেতো বাঙাল হয়ে গুমরে মরা আর নয়
এবার বিষ্ফোরণ
এবার ঘটনা মানেই অঘটন।
পিঠে নয় বুকে আঘাতের আলিঙ্গন
আর বিদ্রোহ নয় এবার বিপ্লব চাই।
অস্তমিত...
গতকাল রাতে বিক্ষুব্ধ শব্দাবলি
করেছে অবরোধ আমার কবিতার খাতা।
তুমি আমির বলয়মুক্ত কবিতা চায় তারা।
শ্লোগানে শ্লোগানে করেছে উত্তাল
অলি গলি রাজপথ চেতনার।
গতকাল রাতে বিক্ষুব্ধ শব্দাবলি
মস্তিস্কের দেয়ালগুলো দিয়েছে ঢেকে
সোচ্চার দাবীতে দাবীতে।
কবিতায় তারা...
চুপ করে থাক, শুধু চুপচাপ
জিহ্বাটা রাখ ক্রুশ বিদ্ধ
নইলে নষ্টা ভ্রষ্টা নামটা
তোর জন্যই সমাজ সিদ্ধ।
রূপের ঝুড়ির পসরা বিকোয়
ক্রেতারা সব সিদ্ধ পুরুষ
নারী বলেই পাপাচারী তুই
প্রস্তুত তোর যিশুর কুরুশ।
খোলা চুলে তোর বাতাস খেলে
নক্ষত্র...
যেতে হবে,
চলে যাবো।
কতক্ষণই বা থাকা যাবে?
হাতে হাত বাধা যাবে ?
সংকীর্ণতার রুদ্ধ পথে
আবদ্ধ কী থাকা যাবে ?
যেতে হবে,
চলে যাবো।
না-ই যদি থাকা যাবে
কেন মিছে রাখা হবে
স্মৃতিগুলো থরে থরে
মনের গোপন ঘরে ?
যেতে হবে
চলে...
আবার কর্ষিত হবে
সোনাফলা ফসলের মাঠ।
বিদির্ণ বুকে গুজে দেব
সোনা রঙা বীজ কিছু
লাভের অধিক যেন আশা।
তারপর শুরু অপেক্ষার ।
হে সোনা ফলা মাঠ,
আমাকে পূর্ণ করে দাও
তোমার দানে দানে,
নিজেকেও...
২.
দেখ মেয়ে তোর চাউনি বাঁকা
স্বপ্ন আঁকা চোখের কোণে
চাঁদের আলোর ঝলক লাগে।
অন্ধকারে পথের ধারে
কিংবা পার্কে বেঞ্চে বসে
আয়েশ করে বেনুনী নিয়ে
খেলা করিস মগ্নতাতে।
ঠোঁট রাঙানোর সস্তা প্রলেপ
আলগোছে তুই মেখেই চলিস
চোখ এঁকেছিস কাজল দিয়ে
লাল...
ইংলিশটা মিশিয়ে নিয়ে বেংগলিটার সাথে
সারা বছর চালিয়ে যাই, কী এসে যায় তাতে
ডিকশনারী নিয়ে বসি ফেব্রুয়ারি এলে
দুঃখভারাক্রান্ত হই স্যাডনেসটা ভুলে।
পোশাক ঢাকে বর্ণ মালা, স্লোগানে, পঙক্তিতে
ভাষাটাকে পুষছে যেন ফ্যাশন হাউসগুলোতে।
সাদা...
১.
শুনেছিস মেয়ে
তোকে বলে কলঙ্কিনী সবে
যারা রাতে মধুর লোভে
ঢিল মারে তোর চাকে।
শুনেছিস মেয়ে
তারাই নাকি দিনের বেলা
সাজে চকচকে পোশাকে।
সুগন্ধি আতর মাখে।
জানিস কি তুই
সভ্য লোকের সমাবেশে
তোকেই অসভ্য ভাষায়
নানান নামে ডাকে।
এরাই আবার...
©somewhere in net ltd.