নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
তুমি আর আমি
কিংবা আমি আর তুমি
সব সময় আমরা হয়ে ওঠে না।
দুটি মানুষ একত্রে থাকলেই কি
দীর্ঘশ্বাসের অর্থ বোঝা যায় ?
জানা যায় কি পাশের আসনে বসা
যাত্রীর গন্তব্য কতদূর?
জানা যায় কি দিগন্তে দৃষ্টি মেলে
কে কোন অসীমতায় নিজেকে খোঁজে ?
তুমি আর আমি
কবিতার দুটি চরণ তো নয়।
একই ছন্দে চিনে নেবে নিজেদের।
কিংবা যেখানে তোমার কথা শেষ
সেখানে আমার কথা হবে শুরু।
তুমি আর আমি
শুধু অন্তমিল, গরমিলের অসংখ্যতায়।
তুমি আর আমি
দীর্ঘ সময় পাড়ি দেয়া দুজন অচেনা যাত্রী।
নিজ আসনের গণ্ডীর বাইরে যাদের
পরিচিতি নেই কোন।
©somewhere in net ltd.