নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে ও মননে রবীন্দ্রনাথ ও লালনকে ধারন করেছি তাই মানুষেই পরম ভক্তি।
এবার তোমার রক্তে মশাল জ্বালবার সময়
আর বিদ্রোহ নয় এবার বিপ্লব চাই।
ভেতো বাঙাল হয়ে গুমরে মরা আর নয়
এবার বিষ্ফোরণ
এবার ঘটনা মানেই অঘটন।
পিঠে নয় বুকে আঘাতের আলিঙ্গন
আর বিদ্রোহ নয় এবার বিপ্লব চাই।
অস্তমিত চেতনার বিষ্ফোরণ চাই।
অন্ধকারের বুকে চালাক আলোর হাতুড়ি
এবার বিদ্রোহ নয় বিপ্লব চাই।
এবার অবিনাশী নয় বিনাশী সুর বাজুক
নিশ্ছিদ্র অন্ধকার বুহ্যে পৌঁছে যাক আলোক।
এবার শুধব রক্তের ঋণ,
চেতনার বীজ বুনে, ভরাবো মাঠ ফসলে ফসলে।
এবার বিদ্রোহ নয়, এবার শুধু বিপ্লব চাই।
মাথার ভেতরটাকে জড় করে রাখা পৌত্তলিকতা
মনের চোখকে অন্ধ করে রাখা কালো সংস্কার
চেতনার শাবলের আঘাতে খুড়ে খুড়ে
বের করে আন প্রগতির ফল্গু ধারা,
মৃত বাগানটাকে সাজাতে হবে প্রজাপতির রঙে।
এবার বিদ্রোহ নয়, এবার শুধু বিপ্লব চাই।
©somewhere in net ltd.