নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অযথা টেননা শাড়ির আঁচল
যখন আমি চাই তোমার দিকে।
অযথা দুলিয়ো না ওই নিতম্ব
চলার সময়,
যখন তুমি জানো আমি আছি পেছনে।
অযথা ঝুঁকে ঝাড়ু দিওনা ঘর
যখন আমি পড়ার ঘরে।
আমাকে বাধ্য করোনা
-স্বমেহনে।
17/01/2016
দীর্ঘ একটি দিনের শেষ।
আধ খাওয়া বিষণ্ণ চাঁদ
ঝুলে আছে সাতমাথার ঠিক উপরে।
আর সাত বীরশ্রেষ্ঠ তাকিয়ে আছে
সাতটি রাস্তার দিকে।
বিশাল বিলবোর্ডে একাকী দাঁড়িয়ে রয়েছে
শেখ হাসিনা-হাতে তার শ্বেত কপোত
যে কিনা উড়ছে
যেন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার...
গাড়িতে দেখেছিলাম তাকে
যেমন হয় আর কি
সিনেমা কিম্বা নাটকে।
তবে জীবন তো আর সিনেমা নয়
নাটকও নয়
এখানে সময় চলে যায়
আর স্মৃতি রেখে যায়।
সময়টা ছিল শীতকাল
গাড়িতে বসে আছি- দেখছি চারপাশ
আবার বলা যায়-কিছুই দেখছি না।
তারপর?
সে...
শোন,তোমার ওই নয়নে
কেন কাজল দিয়েছো?
জানতো
ওই কাজল পড়া নয়নে
আমি পথ হারাই
ডুবে যাই ভালবাসার চোরাবালিতে-
প্রেমের চোরাবালিতে।
তবে তোমার রক্তিম ওষ্ঠে
যে মিষ্টি হাসি উড়ছে
তাকে উড়তে দাও নীল আকাশে
-ওই মিষ্টি হাসি থাকুক জীবন ভর।
ওই হাসি...
তুমি চীৎকার করতে পারতে
আর বলতে পারতে
যা কিছু রটেছে
তার সবই গুজব-
সত্যের পাখা ছেঁটে ফেলা হয়েছে-
মিথ্যার মাথায় রাজার মকুট
পড়ানো হয়েছে।
তুমি চীৎকার করতে পারতে
আর বলতে পারতে
তুমি দেখনি ধর্মগ্রন্থ পুড়ানো
তুমি শুধু শুনেছো অপরের মুখে।
তুমি...
আগামীকাল
তুমি হলুদ রঙের শাড়ি পড়ে এসো
আর কপালে দিও সবুজ টিপ
ওষ্ঠ-দরকার নেই রাঙানো
রক্তিম ওষ্ঠে অন্য কোন রঙ ভাললাগে,বলো?
আগামীকাল
তুমি খোঁপা বেঁধে এসো
দরকার নেই- খোলা চুলেই মানাবে,
তোমার মুখে এসে পড়বে
এলোমেলো চুল- আমি তা...
ছুটির দিনগুলি কেমন হয়
আর দশটা দিনের মত-
সকালে বিছানা ত্যাগ করা,তাড়াহুড়ো
অফিস পানে দৌড়ানো
ক্লান্ত দেহ নিয়ে ঘরে ফেরা
আর চোখের নীচে কালচে দাগ
বহন করে সারাদিনের চাপ।
ছুটির দিনগুলি কেমন হয়?
আলস্যে ভরা সকাল
বাজার বলে গমন
মানিব্যাগ...
তুমি যদি একবার ডাকো-আমি চলে আসবো
রণক্ষেত্র ছেড়ে
তুমি যদি চাও
তবে পুষ্প বৃষ্টি হবে
রাইফেলের নল হতে।
তুমি যদি বল-ভালবাসি
তাহলে আমি বদলে যাবো
আর তারা-
যারা নেই সমাজের মূলস্রোতে
মিশে আছে জঙ্গীবাদে
তারা সবাই তাদের অস্ত্র ত্যাগ করবে
আর...
নীল বসনের মেয়েটি
নীলাম্বরী;
চলে যায় পাশ দিয়ে
প্রতিদিন
যখন বন্ধ হয় তার কলেজ।
দুপুর বেলায়
আমি দাঁড়িয়ে রই পথের পাশে
তাকে দেখার আশায়।
নীল বসনের মেয়েটি
বেণী দোলায়
দোলায় আমার হৃদয়
ঠিক দুপুর দু\'টায়।
আড় চোখে চায়
উন্নত গ্রীবায়
অদ্ভুদ ভঙ্গিমায়।
আমিও চাই।তবে-ঈশ্বরের পানে
ভক্ত...
বালকের ছিল কোন তাড়া
ছুট দিল কেন তবে
ফুলতলা ছেড়ে
-বালিকারে ফেলে একা;
তাই বুঝি ঝরে ফুল হয়ে মনভোলা।
বালিকা বুঝিবে সে কথা?
বুঝিবে বালকের হৃদয় গাঁথা?
লজ্জা বুঝি দিল ডাক
হাত বাড়িয়ে
তাই কী ছুটিল বালক
ফুলতলা হতে।
কতবার ঝরিল...
আমারও নেশা ছিল
তুমিও-ছিলে নেশার ঘোরে
তাই চোখে চোখ
উত্তাপ ছিল ছোঁয়াতে।
এ কেমন আগুন
যাতে পোড়েনা কিছু
পোড়ে শুধু মন।
আগুনের উত্তাপ ছিল বাতাসে?
তোমার ওষ্ঠে,নাকি শরীরে?
সুর ছিল কী-বেজেছিল কোথাও
হৃৎপিণ্ডের ধক ধক শব্দে।
ছোঁয়াতে ছিল কী তাপ
কেন উঠছিলে...
স্নায়ুতন্ত্রের একপ্রান্ত হতে অপরপ্রান্তে
ছুটে চলে উত্তেজনা
আর বেড়ে চলে
হৃৎস্পন্দন।
তপ্ত শ্বাস খুঁজে পেতে চায়
উত্তপ্ত ধরিত্রী।
ভেজা ঠোঁট খুঁজে নেয়
একজোড়া লালাসিক্ত ওষ্ঠ।
আর ঠিক সেই ক্ষণে
মস্তিষ্কের মাঝে;সময়ের ভগ্নাংশ
তৈরী করে স্বর্গীয় উদ্যান।
একটি সুন্দর চুম্বনের জন্য অপেক্ষা...
আমার হাত যখন স্পর্শ করে
তোমার শরীর
তখন বুঝে নিও, এটা শুধুই স্পর্শ নয়
তোমাকে আমন্ত্রণ জানায়
রমণে।
আমার হাত যখন স্পর্শ করে
তোমার স্তনবৃন্তে
তখন চেয়ে দেখি কী সুন্দরভাবে
পাপড়ি মেলে পুষ্প যেন সচেষ্ট- স্বাগত জানাতে
ভ্রমরকে।
আমার ওষ্ঠ...
সেদিনের সেই তুফানসময় মাঝে
কী খুঁজেছিলে তুমি,আমার দুঠোঁটের ফাঁকে?
বলেছিলে-সিগারেট খেলেই তো পারো
কত জনেই তো খায়
মাঝে মধ্যে টান দিয়ে দেখো।
ঝড়ের পরে সিক্ত দেহ নিয়ে
মিষ্টি হেসে বললাম আমি
-কেন চাও মৃত্যুর কর্কশ হাতছানি?
তুমি বেশ...
যখন রুপান্তরিত হয়
-আচমকা
-অথবা পরিকল্পিতভাবে;
তারপর চলে যায়
দৃষ্টি শক্তির বাহিরে
অথবা শ্রবণ শক্তির বাহিরে
অথবা বাস্তব ব্যাখ্যার বাহিরে
এরপর,শূণ্য
মহাশূণ্য।
আঁধার হতে আঁধারে
আলোক রশ্মি পেরিয়ে
সমস্ত অনুভূতির বাহিরে।
বাস্তবতার সাথে কী সম্পর্ক তার?
আমার সামনে দাঁড়িয়ে ঈশ্বর---
৩১/১২/২০১৫
©somewhere in net ltd.