নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি চীৎকার করতে পারতে
আর বলতে পারতে
যা কিছু রটেছে
তার সবই গুজব-
সত্যের পাখা ছেঁটে ফেলা হয়েছে-
মিথ্যার মাথায় রাজার মকুট
পড়ানো হয়েছে।
তুমি চীৎকার করতে পারতে
আর বলতে পারতে
তুমি দেখনি ধর্মগ্রন্থ পুড়ানো
তুমি শুধু শুনেছো অপরের মুখে।
তুমি জানতে এর পেছনে অন্য কোন স্বার্থ
আছে
যেমন ফসলি জমি দখলে নেবার
রাজনৈতিক ফায়দা হাসিল করার
সংখ্যালঘু নারীদের ভোগ করার।
চাঁদে মানুষ পৃথিবী থেকে দেখা সম্ভব না
আর তুমি তা বিশ্বাসও করোনা
তবুও তুমি অন্যদের বলেছো-সত্যি চাঁদে
সাঈদীকে দেখছো
যদিও তুমি উচ্চ শিক্ষিত।
তুমি চীৎকার করোনি
তুমি সত্যি কথাও বলোনি।
তুমি প্রতিদিন সকালে আয়নায় নিজেকে দেখো
কাকে দেখছো আয়নায়?
-একজন জানোয়ারকে নিশ্চয়।
১২/০১/২০১৬
©somewhere in net ltd.