নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারা আলোচনায় আসতে চায়?
মনের মুক্ত আকাশে
তাদের প্রবেশ অধিকার নেই
আর সমাজ তাদের করেছে বঞ্চিত
তাই তাদের স্বপ্নে শুধুই পরকাল।
তারা আলোচনায় আসতে চায়?
জবাইকৃত পশুর মৃত্য যন্ত্রনার মাঝে
তারা খুঁজে নেয় বেহেস্তের রাস্তা।
শিউলী কিম্বা কাশফুল...
তারা একসাথে খেলো
গল্প হলো
বন্ধুত্ব বাড়লো।
উপাসনালয় সামনে।তারা বদলে যায়
এখন তারা মানুষ নয়
হয়ে যায়
হিন্দু
আর মুসলমান।
১২/০৪/২০১৬
ওই শেওড়া গাছের কাছে
নদীটা বাঁক নিয়েছে।
ঠা ঠা রোদ পড়েছে আজ।
এক দাঁড় কাক
চেয়ে আছে
আর এক শকুন চক্কর মারে
সুনীল আকাশে।
কোথা হতে উড়ে আসে
এক শ্বেত কবুতর।
সেও চেয়ে দেখে
যেদিকে চেয়ে আছে এক দাঁড়কাক -সেদিকে
আর...
তিনি অনেক কিছুই বললেন
-তার চিন্তাশক্তি "মুক্ত"
-তিনি স্বাধীনতার স্বপক্ষ
তার কাছে সকলেই সমান-মানুষ।
আমি বললাম-আর?
কোন দলের ক্রিকেট আপনার ভাললাগে?
যুক্তির পর যু্ক্তি উপস্থাপন করে
তিনি বললেন-পাকিস্থানের ।
গল্প,আলোচনা শেষ হলো
বিদায়ের প্রাক্কালে আমাকে হেসে বললেন
-গতকাল আপনার দল...
অন্ধকারে
জ্বলজ্বল করে চোখ
শ্বাপদ?
না,একদল মানুষ
লাঠি হাতে,পাহারায় রত
বিপক্ষের কেউ যেন ভোট চাইতে না আসে।
পরদিন-
স্বচ্ছ ভোটবাক্সে
সোনাফলে।
দেশ এগিয়ে চলে জিডিপির গতিতে।
07/04/2016
আমার আঙ্গুল যেন পিকাসোর তুলি
বিশাল বিছানায় আঁকে তোমার
অনিন্দ্য শরীর।
আমার আঙ্গুল যেন প্রাচীন শিল্পীর
হাতুড়ি,বাটাল,ছেনি
যা কিনা তৈরি করে ভেনাসের মূর্তি
পাথর খোদাই করে।
আমার আঙ্গুল
ঝংকার তোলে গিটারে
ঝংকার তোলে তোমার উত্তপ্ত শরীরে।
আমার আঙ্গুল ভ্রমণ করে...
আগুনে যেমন
গলে মোম-ধীরে ধীরে ধীরে।
দূর হয় নিকষ আঁধার
মোম শেষ হবার আগ পর্যন্ত।
আমার তৃষিত স্পর্শে গলে যাও তুমি-ধীরে ধীরে
আর গলে গলে তৈরি হয়
উত্তপ্ত শরীর
-কামনার উত্তপ্ত শরীর।
শিল্পীর আঙ্গুল ভ্রমণ করে তোমার
ওষ্ঠ,কটি
স্তন,জঙ্ঘা
আর----
আর?
তুমি গলে...
তোমার লালাসিক্ত চুম্বন বলে
অনেকদিন পর একত্রিত হয়েছি আমরা দুজন।
আঙ্গুলের ছোঁয়ায়
কামনার কাব্য।
কতরাত কেটেছে শুধু কল্পনায়, জানো?
ময়াল সাপের মতো কুন্ডলী পাকায়
দুটি শরীর-পরস্পরকে জড়িয়ে-জড়িয়ে।
শব্দ ষোষণা করে বৃষ্টির আগমন
আর স্পর্শ?
৩১/০৩/২০১৬
আলো তার শরীর ঘষে,আমার চোখে
উজ্জলতা বৃদ্ধি পায়।
ভেজা গালে বাতাসের স্পর্শ।
কারা যেন হেঁটে যায়
আর মুহূর্তের ক্ষুদ্র অংশে
নয়নে নয়ন মেলে।
ছিল বুঝি খেলিবার ছল
-পত্রলিখা,পত্রলিখা খেলা!
আমায় বলেছিলে-আমি দিলাম
এবার তুমি দাও,আমাকে।
ভাঁজ খুলিবার কালে
বলেছিলে-না,এখানে নয়
আগে আমাকেও দাও
আমারি মতন পত্র একখানা,
জাননা বুঝি-এ হলো পত্রলিখা,পত্রলিখা
খেলা।
সে কতকাল আগের কথা
বুক পকেটে রেখেছিলাম ওই পত্রখানা
খেলিবার কালে,
পড়ে দেখা হয়নিকো...
কালো রাত। সে কেমন?
রাত-সে তো আঁধারের মাঝে লুকিয়ে রাখে
নিজেকে।
তবে?
রাস্তায়যান্ত্রিক দানবের ঘর ঘর
আর
অটোমেটিক রাইফেলের শব্দে
ঘুম ভাঙ্গে ঢাকা শহরের মানুষদের।
আচ্ছা, সেই রাতে ঢাকা কি আক্রান্ত হয়েছিল
কোন বহিঃশত্রুর দ্বারা?
কেন সাঁজোয়া যান রাস্তায়?
সেনাবাহিনী কেন...
বলা যায় গুণগত পরিবর্তন ঘটে চলেছিল
দেশের উন্নয়নে,রাজনীতিতে
তবে গণতন্ত্র দিগম্বর হয়ে বসেছিল একা।
নব্যধনীদের লুটপাটের উল্লাস নৃত্যে
বিধাতার ভূমিকা ছিল সঙের!
চেতনা আর স্বাধীনতার হাতে
কারা যেন ভিক্ষা দিয়েছিল
একটি আধুলী।
18/03/2016
রাজকোষের সঞ্চিত অর্থ
ছিল রাজকোষেই সঞ্চিত
কোন এক যাদুমন্ত্রে তা লোপাট হয়ে গেলো।
বিরল কেশ বৃদ্ধ অর্থমন্ত্রীর
‘রাবিশ’ শব্দটি
ভাগাড়ে নিক্ষিপ্ত হবে তাই
জনগণের ফিসফাস কথাবার্তা বাতাস লুফে নেয়।
বাংলাদেশে কোন বিরোধীদল নেই
তাই গণতন্ত্রের উলঙ্গ চেহারায়
লুটেরার দল...
পত্রিকার পাতার প্রতিটি অক্ষরে জমতে থাকে
সময়ের ভুলগুলো।
ভুলগুলো কেউ শুধরে নেয়না
কিম্বা জানেনা কিভাবে শোধরাবে।
তাই বাড়তে থাকে বিধাতার নীরব ক্ষোভ।
ওদিকে অর্থের মানদণ্ড
আর ক্ষমতার দম্ভ
রাজনীতির বাসর ঘরে
ছেড়ে দেয় সর্প।
আঁধার ঘরে সাপ
সারা ঘরে সাপ
-বাংলার...
আঁধারের স্তর
বয়স বাড়িয়ে দেয়
নিঃসঙ্গ রাতের।
নির্ঘুম একটি রাত ।
প্রিয়তমা,
আজ রাতে আমি ভাবছি তোমাকে।
আর তুমি?
-জানি,ভাবছো আমায় নিয়ে।
জানো
সেই রাতের স্মৃতি আজও সমুজ্জল
আমার মানসপটে-
যেন ধ্রুবতারা;সন্ধ্যার আকাশে-
তোমার কান্নাহাসি মাখানো ওই মুখ
প্রাপ্তির আনন্দে ঝলমল করছিল,
দেখেছিলাম তোমার...
©somewhere in net ltd.