নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

তোমায় ভাবছি এই রাতে

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৫

আঁধারের স্তর
বয়স বাড়িয়ে দেয়
নিঃসঙ্গ রাতের।

নির্ঘুম একটি রাত ।

প্রিয়তমা,
আজ রাতে আমি ভাবছি তোমাকে।
আর তুমি?
-জানি,ভাবছো আমায় নিয়ে।

জানো
সেই রাতের স্মৃতি আজও সমুজ্জল
আমার মানসপটে-
যেন ধ্রুবতারা;সন্ধ্যার আকাশে-
তোমার কান্নাহাসি মাখানো ওই মুখ
প্রাপ্তির আনন্দে ঝলমল করছিল,
দেখেছিলাম তোমার ওই মুখখানা এই করতলে নিয়ে।


“যতদূরে সরি
তত বেশী বুঝি
কত বেশী ভালবাসি
-তোমায়;শুধু তোমায়”।।

ঘড়ির কাঁটা চলছে-টিক টিক শব্দে
চলতে হবে,তাই চলছে!

জানো প্রিয়তমা,
আমিও চলছি
তবে হৃদয় রক্ষিত আছে
তোমার ভালবাসার কাছে।

08/03/2016

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৮

বিজন রয় বলেছেন: আঁধারের স্তর
বয়স বাড়িয়ে দেয়
নিঃসঙ্গ রাতের।

এই টুকু বেশি ভাল লাগল।

১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ দাদা।

২| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর কবিতা পড়ে মুগ্ধ হলাম । ভাল হয়েছে বলেই ভাল লেগেছে। কবিকে ধন্যবাদ।।

১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ও ভাললাগা জানালাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.