নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওই শেওড়া গাছের কাছে
নদীটা বাঁক নিয়েছে।
ঠা ঠা রোদ পড়েছে আজ।
এক দাঁড় কাক
চেয়ে আছে
আর এক শকুন চক্কর মারে
সুনীল আকাশে।
কোথা হতে উড়ে আসে
এক শ্বেত কবুতর।
সেও চেয়ে দেখে
যেদিকে চেয়ে আছে এক দাঁড়কাক -সেদিকে
আর বলে-লাশ!
এক নারীর লাশ পড়ে আছে গাছের নীচে
-চ্ছিন্নবস্ত্র
-আঘাতের চিহ্ন।
কবুতর বলে-
ওই উজানে আর একটি লাশ পড়ে আছে
চ্ছিন্নবস্ত্র তারও।
নদী বয়ে চলে-সাথে ষড়যন্ত্র তত্ত্ব।
০৮/০৪/২০১৬
©somewhere in net ltd.